Barak UpdatesBreaking News
বদরপুরে আগুন, ৫টি ঘর পুড়ে ছাই
Fire at Badarpur, 5 houses burnt

২ ফেব্রুয়ারিঃ বদরপুরে আগুনে ভষ্মীভূত হল ৫টি ঘর। ঘটনা শনিবার ভোর ৫টা নাগাদ। দেওরাইল এক নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে দুটি বাঁশ-বেতের ঘর। মুহূর্তে ছড়িয়ে পড়ে দুইদিকের তিন দালানেও। অগ্নিনির্বাপক বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান, রান্নাঘর থেকে কোনওভাবে ঘরের বেড়ায় আগুন ধরে যায়। অধিকাংশ মানুষ সে সময় ঘুমে ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
English text here