Barak UpdatesBreaking News
শিলচরে ফলাফল চূড়ান্ত, রাজদীপ জিতলেন ৮১ হাজার ৫৯৬ ভোটেFinal result of Silchar: Dr. Rajdeep Roy wins by 81,596 votes
২৩ মেঃ পোস্টাল ব্যালটের ফলাফল যোগ হতেই বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের জয়ের ব্যবধান আরও বেড়ে গিয়েছে। চূড়ান্ত ফলাফলে তিনি ৮১ হাজার ৫৯৬ ভোটে বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৯৪ হাজার ৪১৪। অন্যদিকে কংগ্রেসের সুস্মিতা দেব পান ৪ লক্ষ ১৭ হাজার ৮১৮ ভোট।
পোস্টাল ব্যালটেও বিজেপির ঝুলিতে কংগ্রেসের দ্বিগুণ ভোট জমা পড়ে। কংগ্রেস পায় ১ হাজার ৫৮৫। বিজেপির ৩ হাজার ১৭৯। পোস্টাল ব্যালটের গণনা এ বার প্রচলিত ধারণাকে বদলে দেয়। অন্য বার পোস্টাল ব্যালট প্রথমে গোণা হয়। পরে আসে ইভিএম। কিন্তু এ বার ইভিএম গণনা শেষ হয়ে গেলেও পোস্টাল ভোটের ফলাফল জানা যায়নি। এমনকী, ভিভিপ্যাট গুণে শেষ করে নিলেও পোস্টাল ব্যালট শাখা কাজই করে চলে।
RESULT: SILCHAR PARLIAMENTARY CONSTITUENCY | ||||||
Sl.
No |
Candidate | Party | EVM Votes | Postal Ballots | Total Votes | % of Votes |
1 | Rajdeep Roy | Bharatiya Janata Party | 496235 | 3179 | 499414 | 52.59 |
2 | Sushmita Dev | Indian National Congress | 416233 | 1585 | 417818 | 43.99 |
3 | Hitabrata Roy | All India Trinamool Congress | 3498 | 16 | 3514 | 0.37 |
4 | Nazia Yasmin Mazumdar | National People’s Party | 5650 | 43 | 5693 | 0.6 |
5 | Badrul Islam Barbhuiya | All India Forward Bloc | 829 | 11 | 840 | 0.09 |
6 | Shyam Deo Kurmi | Socialist Unity Centre of India (Communist) | 1081 | 14 | 1095 | 0.12 |
7 | Ashitava Dutta | Independent | 808 | 05 | 813 | 0.09 |
8 | Ashutosh Bhattacharjee | Independent | 1503 | 04 | 1507 | 0.16 |
9 | Nazmul Haque Laskar | Independent | 1816 | 04 | 1820 | 0.19 |
10 | Puran Lal Goala | Independent | 1459 | 01 | 1460 | 0.15 |
11 | Mohendra Chandra Das | Independent | 1652 | 03 | 1655 | 0.17 |
12 | Shuvadip Datta | Independent | 1532 | 03 | 1535 | 0.16 |
13 | Sabindra Das | Independent | 3981 | 04 | 3985 | 0.42 |
14 | NOTA | None of the Above | 8525 | 22 | 8547 | 0.9 |
TOTAL | 944802 | 4894 | 949696 |
এ নিয়ে কংগ্রেসের সুস্মিতা দেব আপত্তি জানিয়েছেন। তিনি রিটার্নিং অফিসার লায়া মাদ্দুরির সঙ্গে দেখা করে অভিযোগ জানান। মাদ্দুরি অবশ্য জানান, এ বারের জটিল প্রক্রিয়ার জন্যই এমন অবস্থা। প্রতিটি পোস্টাল ব্যালট স্ক্যান করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৫ হাজার ৪৭১ ভোট স্ক্যান করতেই সন্ধ্যা গড়িয়ে যায়।
পোস্টাল ব্যালট গণনা সহ ফলাফল চূড়ান্ত হলে দেখা যায়, যে নাজিয়া ইয়াসমিনকে কংগ্রেসের ভোট কেটে বিজেপির জয়ের পথ প্রশস্ত করা হবে ভাবা হয়েছিল, তিনি মাত্র ৫ হাজার ৬৯৩টি ভোট পেয়েছেন। এই সংখ্যা প্রাপ্ত মোট ভোটের এক শতাংশও নয়। তৃণমূল প্রার্থী হিতব্রত রায়ও এক শতাংশ ভোট পাননি। তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৫১৪।