NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesBreaking News

৩১ আগস্টেই এনআরসি প্রকাশ, হাজেলাকে সুপ্রিম কোর্ট
Final NRC on 31 August, Supreme Court directs Hajela

৮ আগস্টঃ যে যাই বলুক, এনআরসি-র চূড়ান্ত প্রকাশ ৩১ আগস্টেই হতে হবে, স্টেট কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে বৃহস্পতিবারও সু্প্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিন্টন ফলি নরিমানের ডিভিশন বেঞ্চ এ দিন তাঁরই এক প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষসমূহের  সাক্ষ্যগ্রহণ করে। এর মধ্যে প্রধান ছিল, আইএমডিটি আইন বাতিল হয়ে যাওয়ার পর তার রায়গুলোর বৈধতা এবং জন্মসূত্রে ভারতীয় এ ক্ষেত্রে স্বীকৃত কিনা।

আদালত সবার বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখে। তবে এনআরসি-র নথিপরীক্ষার জন্য ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা সময় দিয়ে ৫০০ কিমি দূরে যাওয়ার মত নির্দেশ নিয়ে যে সব অভিযোগ উত্থাপন হয়, শীর্ষ আদালত সেগুলি কানে তুলতেই রাজি হয়নি। বরং প্রতীক হাজেলাকেই এ সব ব্যাপারে অধিকার প্রদান করেন বিচারপতিদ্বয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker