Barak UpdatesBreaking News
ভুলের ছড়াছড়ি চূড়ান্ত এনআরসিতেFinal NRC is full of mistakes, earlier mistakes not rectified
পুরনো ভুল যথাস্থানে, আগের শুদ্ধ নামেও বানান বিভ্রাট
১৪ সেপ্টেম্বরঃ ভুলে ভরা খসড়া বেরিয়েছিল দুই দফায়ই। চূড়ান্ত এনআরসি-ও ত্রুটিমুক্ত হয়নি। বরং এ বার উল্টোটাই ঘটেছে। অধিকাংশ পুরনো ভুল রয়েই গিয়েছে। শনিবার চূড়ান্ত এনআরসি প্রকাশের পর দেখা গিয়েছে, আগের শুদ্ধ নাম ভুল হয়ে গিয়েছে। অসমিয়াদের সঙ্গে যে উচ্চারণগত ত্রুটি রয়েছে, এনআরসি তালিকায় বেশ প্রভাব ফেলেছে। বেশির ভাগ ক্ষেত্রে স হয়েছে চ। সুজিত এসেছে চুজিত, সুপর্ণা চুপর্ণা।
শিলচর টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপকুমার দে বলেন, আগের তালিকায় তাঁর এআরএনে সমস্ত নাম শুদ্ধ ছিল। কিন্তু শনিবার তিনি বিস্মিত হন, তাঁর ও তাঁর স্ত্রীর বাবার নামে অদ্ভুত রকমের ভুল। বানান ভুল নয়, পুরো ভিন্ন নাম বসে রয়েছে দুজনেরই বাবার নামের ঘরে। তাঁর ক্ষেত্রে সকালের ত্রুটি আবার রাতে দেখা যায়, নিজে থেকেই শুধরে গিয়েছে।
এসইউসিআই নেতা হিল্লোল ভট্টাচার্য জানান, তাঁর দিদিমার নাম শোধরানোর জন্য দেওয়া হয়েছিল। রয়েই গিয়েছে। এ ভাবে প্রচুর মানুষ এ দিন এনআরসি-র পূর্ণাঙ্গ তালিকা দেখে নতুন করে দুশ্চিন্তায় পড়েন। কিন্তু সরকার বা এনআরসি কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে মানুষ চরম অস্বস্তিতে।
English text here