India & World UpdatesBreaking News

ছবি নির্মাতা কল্পনা লাজমি প্রয়াত
Filmmaker Kalpana Lajmi dies at 61

২৩ সেপ্টেম্বর : রুদালি, চিঙ্গারি, এক পল, দমন ইত্যাদি বেশ কয়েকটি নামি ছবির নির্মাতা কল্পনা লাজমি প্রয়াত হয়েছেন। ৬১ বছর বয়সী লাজমি গত বছর কিডনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। গত বছরের নভেম্বর থেকেই তিনি কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতবছর কল্পনা লাজমি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরই বলিউডের বহু তারকা তাঁকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এদের মধ্যে রয়েছেন আমির খান, সলমান খান, করণ জোহার, সোনি রাজদান, রোহিত শেঠি, ফিল্ম ও টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন, শ্যাম বেনেগল প্রমুখ।

১৯৯৩ সালে একটু অন্য ধরনের ছবি রুদালির মাধ্যমেই পুনরায় ছবির জগতে আসেন কল্পনা। এই ছবিটিতে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া। ডিম্পল এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
কল্পনা লাজমি আসাম তথা দেশের বিশিষ্ট গায়ক, সুরকার ও গীতিকার ভূপেন হাজরিকার সঙ্গী ছিলেন। ২০১১ সালে ভূপেন হাজরিকার মৃত্যুর দিন পর্যন্ত দীর্ঘ ৩৯ বছর ধরে তিনি তার বন্ধু, সঙ্গী ও ম্যানেজার ছিলেন।

বিখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমির কন্যা এবং স্বনামধন্য ছবি নির্মাতা গুরু দত্তের ভাগ্নী কল্পনা একজন নির্দেশক হিসেবেই বেশি পরিচিত, যিনি বেশিরভাগ বাস্তবধর্মী ছবি তৈরি করতেন।

September 23: Filmmaker Kalpana Lajmi, who directed acclaimed movies like Rudaali, Chingaari, Ek Pal and Daman died. Lajmi, aged 61 was diagnosed with kidney cancer last year. She was undergoing treatment at Kokilaben Hospital from last November. She passed away today at 4.30 AM (Sunday morning).

Bollywood celebrities including Aamir Khan, Salman Khan, Karan Johar, Soni Razdan, Rohit Shetty, the Film and Television Director’s Association, Shyam Benegal, had given her financial aid after she was diagnosed with cancer.

Kalpana made her comeback in cinema in the year 1993 with the critically acclaimed Rudaali starring Dimple Kapadia. The film won her a National Film Award for Best Actress. Lajmi, who was longtime manager of late Assamese singer Bhupen Hazarika, was also his partner for 39 years till he died in 2011. Daughter of painter Lalita Lajmi and niece of late filmmaker Guru Dutt, Kalpana was considered to be a director who made realistic movies.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker