CultureBreaking News
বরাক-ব্রহ্মপুত্র সিনেমা তৈরির কথা উঠে এল আলোচনায়Film making endeavour between Barak-Brahmaputra came up during discussion
২১ সেপ্টেম্বর: ভারত-বাংলা নাট্যোৎসবের ফাঁকে শনিবার শিলচরে বরাক-ব্রহ্মপুত্র সিনেমা তৈরির প্রয়াস নিয়ে আলোচনা হয় ৷ উঠে আসে বিরাট সম্ভাবনার কথাও৷ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রাঞ্জল শইকিয়া বরাক থেকে ভালো চিত্রনাট্য লেখার আহ্বান জানান ৷ বলেন, তিনি উদ্যোগ নেবেন একে চলচ্চিত্রে রূপায়ণের জন্য ৷ তার কথায়, বরাকে এত নাটক হচ্ছে, ভালো অভিনেতা পাওয়া মোটেও কঠিন হবে না ৷
আর টেকনিক্যাল সাপোর্টও কঠিন ব্যাপার নয়৷ তার সুরে সুর মিলিয়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন কিরণশংকর রায়, নগেন প্রসাদ৷ অনুষ্ঠানে উপস্থিত অন্যরাও দুই উপত্যকার সমন্বয়ে সিনেমা তৈরির আগ্রহ দেখান৷ আলোচনায় অংশগ্রহণ করে এই এলাকার সিনেমাবোদ্ধা বিশ্বজিৎ শীল, সৌমিত্র অধিকারী সম্ভাবনার জায়গাগুলি তুলে ধরেন৷ আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষে সুব্রত ভট্টাচার্য ও শেখর দেবরায় অভিনয়ের নানা বিষয়ে অভিজ্ঞতালব্ধ মতামত প্রকাশ করেন৷ সবাই মনে করেন, এ দিনের সভাতেই বরাক-ব্রহ্মপুত্র সিনেমা তৈরির প্রয়াস শুরু হয়ে গেল ৷
শুরুতে উপসমিতির আহ্বায়ক সৌমিত্র শংকর চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে এই অঞ্চলে সিনেমা তৈরির প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন৷