India & World UpdatesAnalyticsBreaking News
ফ্লাইপাস্ট করবে এয়ারফোর্স, রবিবার করোনা হাসপাতালে পুষ্পবৃষ্টিFighter jets to do fly-pasts, shower petals on corona hospitals on 3 May
১ মে : করোনা যোদ্ধাদের সম্মান জানাতে রবিবার দুটি ফ্লাইপাস্ট করবে ভারতীয় বিমান বাহিনী।এই দুটি ফ্লাইপাস্টের একটি হবে শ্রীনগর থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত এবং অন্যটি হবে ডিব্রুগড় থেকে কচ্ছের মধ্যে হবে। এতে ফাইটার বিমান ও ট্রান্সপোর্ট বিমান অংশ নেবে। এছাড়া সারা দেশের যেসব হাসপাতালে করোনা ভাইরাসের চিকিতসা হচ্ছে, সেই হাসপাতালগুলোতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। শুক্রবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী এ দিন পুলিশ মেমোরিয়ালেও ফুল ছড়িয়ে দেবে। তিনি দেশের করোনা যোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশে লকডাউন ও করোনা সংক্রমণের মধ্যে এই প্রথমবার সিডিএস তিন বাহিনীর প্রধানদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে সেনা বাহিনী।
সিডিএস রাওয়াত এ দিন প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের এই সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে রয়েছে। সরকারি অনুশাসন মেনে চললে এবং ধৈর্য বজায় রাখলে করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশ অবশ্যই জয়ী হবে।