NE UpdatesAnalyticsBreaking News

Festival to mark the signing of Bodo Accord in BTAD on 7 Feb
ঐতিহাসিক বড়ো চুক্তি স্বাক্ষরে ৭ ফেব্রুয়ারি বিটিএডি-তে উৎসব

২৮ জানুয়ারি : ঐতিহাসিক বড়ো চুক্তি সম্পন্ন হওয়ার পর এখন উদযাপনের পালা। চুক্তি স্বাক্ষর হওয়ার দিন হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি বিটিএডি-তে এক উৎসবের আয়োজন করা হয়েছে। বিশেষভাবে আয়োজিত এই উৎসব কার্যসূচিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য সোমবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে বড়ো নেতারা এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বাক্ষরিত এই চুক্তিতে এনডিএফবি-র বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে বিপিএফ-এর প্রধান হাগ্রমা মহিলারি এবং আবসুর সভাপতি প্রমোদ বড়ো স্বাক্ষর করেন।
এদিকে দীর্ঘদিনের বড়ো সমস্যা সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত এই শান্তি চুক্তিকে নিয়ে বিটিএডিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বড় সংগঠনের নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও বাজি পটকা ফাটিয়ে এই শান্তি চুক্তিকে স্বাগত জানাচ্ছেন। একটি সূত্রে জানা গেছে, শান্তি চুক্তি স্বাক্ষর করে আসা বড়ো সংগঠনের নেতাদের মঙ্গলবার কোকরাঝাড়ে বিশেষভাবে স্বাগত জানানো হবে। প্রসঙ্গত এই চুক্তি অনুসারে নতুনভাবে গঠন হওয়া বিটিআর অর্থাৎ বড় টেরিটোরিয়াল রিজনে পৃথক বিশ্ববিদ্যালয়, কিছু রাজনৈতিক ক্ষমতা এবং বড়ো ভাষার সম্প্রসারণ ইত্যাদি করা হবে। তা সত্ত্বেও ভৌগোলিক বা রাজনৈতিক অধিকার গুলোর বিষয় চূড়ান্ত করার জন্য একটি কমিটি গঠন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker