Barak UpdatesCultureBreaking News
বরাকে মহিলাদের আরও একটি ব্যান্ড ‘রংধনু’Female music band ‘Rongdhonu’ takes birth in Hailakandi
১ অক্টোবর : পুজোর মুখে বরাক উপত্যকায় আত্মপ্রকাশ করল আরও একটি বাংলা গানের ব্যান্ড ‘রংধনু’। এই ব্যান্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল, এটি মহিলাদের দ্বারা পরিচালিত। এতে যে পাঁচজন লিড সিঙ্গার রয়েছেন, তাঁরা সবাই মহিলা। গত কয়েক বছর আগে করিমগঞ্জে মহিলাদের ব্যান্ড আত্মপ্রকাশের পর এটিকে বরাকের দ্বিতীয় মহিলা গানের দল হিসেবেই মনে করা হচ্ছে।
রবিবার হাইলাকান্দি রোটারেক্ট ক্লাবের এক অনুষ্ঠানে এই ব্যান্ড যাত্রা শুরু করেছে। এ দিন এই ব্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইলাকান্দির বিশিষ্ট সঙ্গীতশিল্পী দীপশঙ্কর পাল। ব্যান্ডে যে শিল্পীরা রয়েছেন, তাঁরা মূলত এই শিক্ষকেরই ছাত্রী। এঁদের মধ্যে রয়েছেন পাঁচগ্রামের শ্বেতা দাস, শিলচরের গঙ্গোত্রী দাস, রামকৃষ্ণনগরের অনামিকা মল্লিক এবং হাইলাকান্দির অর্পিতা দাস ও শতাক্ষী বিশ্বাস।
ওয়ে টু বরাকের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে অর্পিতা দাস জানান, স্যারের অনুপ্রেরণাতেই তাঁরা এই ব্যান্ড তৈরি করার চিন্তাভাবনা করেছেন। এই ব্যান্ডকে নিয়ে তাদের মনে অনেক স্বপ্ন দানা বেঁধেছে। শুধু যে হিন্দি গান মানুষকে আকর্ষণ করে তা নয়, বাংলা গান, কীর্তনাঙ্গের গানও মানুষ উৎসাহের সঙ্গে গ্রহণ করেন। এর প্রমাণ ব্যান্ডের আত্মপ্রকাশের দিন প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ব্যান্ড রংধনু লোকগান্, কীর্তনাঙ্গের বিভিন্ন গান, এমনকি আধুনিক গানও গাইবে। ব্যান্ডের সদস্যরা জানান, তাঁরা তিনজন শিক্ষক দীপশঙ্কর পালের কাছে গান শিখতেন। সেখান থেকেই ভাবনার জন্ম। চতুর্থ জনের সঙ্গে পরিচয় একটি গানের অনুষ্ঠানে। আর পঞ্চম সদস্য আসেন মনের তাগিদে খবর পেয়ে। তাঁরা দাবি করেন, এই ব্যান্ডটি আগামীতেও শ্রোতাদের মন জয় করবে।