Barak UpdatesBreaking News

দুই সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা
Father kills self after stabbing his 2 children to death

১৯ মে : পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের ৩টি প্রাণ শেষ হয়ে গেল। অবোঝ দুই শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী হলো বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির ভিছিংছা প্রথম খণ্ডের টুকেরগ্রামে। পরিবারের অন্য সদস্য ও পুলিশের ধারণা, রবিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তি আলম উদ্দিন লস্কর পেশায় টুকটুক চালক। বয়স আনুমানিক ৩০।

Rananuj

তার পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীকে নিয়ে সে মোটেই সুখী ছিল না। দুদিন পর পর স্ত্রীর বাবার বাড়ি যাওয়া তাকে খুব বিব্রত করছিল। এ দিনও স্ত্রী যথারীতি বাবার বাড়ি ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে সে। দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আলম তার সাড়ে চার বছরের মেয়ে হাফিজা বেগম ও আড়াই বছরের ছেলে হাফিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এরপর সে ঘরের মধ্যেই কড়িকাঠের সঙ্গে ঝুলে আত্মঘাতী হয়।

প্রতিবেশীরা জানান, সে সময় বাড়িতে অন্য ঘরে আলমের মা ও বাবা ছিলেন। কিন্তু তারা ইফতারের সামগ্রী আয়োজনে ব্যস্ত থাকায় এসবে খেয়াল করেননি। আলমের পরিবার সূত্রে আরও জানা যায়, তার স্ত্রী নাকি গত চারদিন ধরে বাবার বাড়ি রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনটি মৃতদেহ নিয়ে যাওয়া হয় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে। সেখানে মৃতদেহগুলো ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker