India & World UpdatesBreaking News
ফেনির সতর্কতা : দু’দিন কলকাতা ভুবনেশ্বরের সব বিমান বাতিলFani: All flights to & from Kolkata-Bhubaneswar cancelled for 2 days
২ মে : ঘূর্ণিঝড় ফনি-র প্রভাবে যাতে যাত্রীদের কোনও দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দরের সব ওড়ান আগামী দু’দিন বাতিল করা হয়েছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধে ৬টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। আবার ঘূর্ণিঝড়ের কথা চিন্তা করে ওড়িশার রাজধানী ভুবনেশ্বর বিমানবন্দরের সব বিমান বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বাতিল করা হয়েছে।
For safety of air passengers from/ to @aaibpiairport & @aaikolairport, DGCA has issued operational advisory to Airlines/ Operators. We wish all the passengers to be safe & alert. #CyclonicStormFANI pic.twitter.com/0jyzds82JY
— Ministry of Civil Aviation (@MoCA_GoI) May 2, 2019
ভারতীয় বিমান নিয়ন্ত্রণকারী ডিজিসিএ বলেছে, যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের কথা চিন্তা করে আগে থেকেই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বলা হয়েছে, বিমান ট্রাফিক কন্ট্রোল থেকে ক্লিয়ারেন্স আসলেই এই দুই বিমানবন্দর থেকে পুনরায় চলাচল শুরু হবে।
কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে সমস্ত বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি হলে সহায়তার জন্য সমস্ত বিমান কোম্পানিকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে সারা দেশেই বৃহস্পতিবার থেকে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ইন্ডিগো তাদের সব বিমান বাতিল করেছে।