Barak UpdatesBreaking News
জাল সার্টিফিকেটঃ আরও এক জিপি সভাপতি পুলিশের জালেFake Certificate: Another GP President in the hands of police
তাঁর সঙ্গে নির্বাচনে পরাস্ত হয়ে বক্তারউদ্দিন লস্কর আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ জানান, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিল করেছেন, সেটি জাল।
আদালতের নির্দেশে প্রাথমিক তদন্তের পরই আবুল হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে কিছুদিনের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েত সভাপতি গ্রেফতার হলেন। সকলের বিরদ্ধেই এক অভিযোগ, নতুন পঞ্চায়েত আইনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়ায় তাঁরা দাঁড়াতে পারছিলেন না।
তাই শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট সংগ্রহ করে মনোনয়ন পত্র দাখিল করেন। একই অভিযোগে করিমগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল শুক্কুরও ধরা পড়েছেন।
On being defeated in the Panchayat election against Abdul Hussain, a case was filed by Baktar Uddin Laskar. He alleged that the certificate of educational qualification submitted by Abdul Hussain while filing was nomination was fake.
A thorough investigation was subsequently carried out in this regard under the direction of the court. It was only after that Abul Hussain was arrested by the police. A few other GP Presidents were also recently arrested for producing fake certificates.
In a similar incident, Adbul Sukkur from Karimganj district was also arrested a few days ago. He won the election of Zilla Parishad member. He too submitted forged document of educational qualification.