Barak UpdatesBreaking News
পঞ্চায়েত ভোটেও খরচের হিসেব দিতে হবেExpenditure statement to be submitted by candidates during Panchayat election also
২১ নভেম্বরঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদেরও খরচের হিসেব রাখতে হবে। ভোটের ফল প্রকাশের ৬০দিনের মধ্যে সেই হিসেব দাখিল করতে হবে। সে জন্য প্রতিদিন খরচের যাবতীয় হিসেবনিকাশ তাদের রাখতে হবে। এই কাজে তাঁদের সহায়তার জন্য কাছাড় জেলা প্রশাসন কয়েকজন অ্যাকাউন্টস অফিসার, বিডিও এবং পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
November 21: The candidates contesting within the framework of the Three Tier Panchayati System in Assam will have to submit detailed statement of the expenditure incurred by them. The statement of expenditure should be submitted within 60 days of declaration of the results. For this, they will have to maintain records of income and expenditure on a daily basis. A few Accounts Officers, BDO and Panchayat Secretary were entrusted the duty of assisting the candidates by the Cachar District administration.