Barak UpdatesBreaking News

দীপক ভট্টাচার্য প্রয়াত
Ex-MLA Dipak Bhattacharjee passes away at 79

২৯ জানুয়ারিঃ প্রাক্তন বিধায়ক, সিপিএম নেতা দীপক ভট্টাচার্য আর নেই। মঙ্গলবার ভোর সোয়া ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এই সময়ে তাঁর দেহ দেশবন্ধু রোডের বাড়িতে রাখা হয়েছে। সকাল ১১টায় নিয়ে যাওয়া হবে মালুগ্রামস্থিত শহিদ ভবনে। বেলা আড়াইটা পর্যন্ত জনগণের শেষ শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে।

Rananuj

দীপক ভট্টাচার্য বেশ কিছু দিন ধরে কিডনি সহ নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। কিন্তু কোনও রোগই তাকে বিছানায় আটকে রাখতে পারেনি। আমন্ত্রণ পেলেই ছুটে গিয়েছেন। সে দিনও ৩০ ডিসেম্বর গিয়েছিলেন গানমেলার উদ্বোধনে। কিন্তু সোমবার শরীর আর ধকল সইছিল না। বিকেলে নিয়ে যাওয়া হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মঙ্গলবার ভোরে সকলকে চিরবিদায় জানান হাসিখুশি মানুষটি।

দীপকবাবুর বয়স হয়েছিল ৭৯ বছর। এর আগেও একবার শরীর খুব খারাপ হয়েছিল। তবুও অত্যন্ত ভালবাসার মানুষটির প্রয়াণে সবাই বলছেন, অকালে চলে গেলেন। এখন তাঁর বেঁচে থাকার খুব প্রয়োজন ছিল। নিকটাত্মীয় বলতে স্ত্রী অনিমা বৈদ্য ভট্টাচার্যই নন, বরাক জুড়ে প্রতিটি মানুষ আত্মীয়বিয়োগের ব্যথা বোধ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker