Barak UpdatesBreaking News
শুনানি শেষ হলেও সুযোগ মিলছে বায়োমেট্রিক করানোরEven after completion of hearing, chances will be given for biometrics
১৭ জুন: এনআরসির পুনরাবেদনকারীদের নথি পরীক্ষা ১৫ জুন শেষ হয়েছে। সেইসঙ্গে শেষ হওয়ার কথা বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের হাতের ছাপ, কর্নিয়ার মাপ রাখার কাজও। তবে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি সোমবার জানিয়েছেন, এখনও বায়োমেট্রিক করানোর সুযোগ দেওয়া যেতে পারে। পুনরাবেদনের শুনানি হলেও যে সব খসড়াছুট বায়োমেট্রিক করাননি, আরও দু-একদিন তারা সে সুযোগ নিতে পারেন। মাদ্দুরি এ দিন জেলার বিভিন্ন বায়োমেট্রিক সেন্টার ঘুরে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে বায়োমেট্রিকের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।