India & World UpdatesAnalyticsBreaking News
করোনা চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী জিএসটি মুক্ত করার দাবি রাহুল গান্ধীরEquipment used for treatment of COVID-19 should be GST free: Rahul Gandhi
২১ এপ্রিল : করোনা ভাইরাস মহামারির মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এই কঠিন সময়ে আমরা লাগাতার সরকারের কাছে দাবি আসছি যে, এই মহামারির চিকিৎসায় জড়িত সব ধরনের ছোটবড় সামগ্রী জিএসটি থেকে মুক্ত করতে হবে। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, কঠিন রোগের শিকার ও দরিদ্রতার সঙ্গে লড়াই করা সাধারণ মানুষের কাছ থেকে স্যানিটাইজার, সাবান, মাস্ক, হ্যান্ড গ্লাভস ইত্যাদির ওপর জিএসটি নেওয়া মোটেই উচিত নয়। জিএসটি মুক্ত করোনার সামগ্রীর জন্য তিনি দাবি জানাতে থাকবেন বলেও উল্লেখ করেন।
করোনা চিকিৎসায় ব্যবহৃত কোন সামগ্রীর ওপর কত শতাংশ জিএসটি নেওয়া হয়, তার একটি তালিকাও এ দিন তিনি তুলে ধরেছেন। এতে রাহুল গান্ধী লিখেছেন, স্যানিটাইজার, লিকুইড হ্যান্ড ওয়াশ, হাসপাতালের বেড, পরীক্ষা করার টেবিল ইতাদি আসবাবপত্র ১৮ শতাংশ জিএসটি-র আওতায় রয়েছে। তাছাড়া রক্ত পরীক্ষার স্ট্রিপ, মেডিক্যালে ব্যবহারের জন্য অক্সিজেন, হাইড্রোজেন পার-অক্সাইড ইত্যাদির জিএসটি ১২ শতাংশ। ৫ শতাংশ জিএসটি লাগু রয়েছে, মাস্ক, ডায়গোনস্টিক টেস্ট কিট, জীবনদায়ী ওষুধ এবং কোভিড-১৯ সারাতে ব্যবহার করা মূলত ডায়াবেটিস, টিউবার কিউলোসিস, এইচআইভি-এইডস, ম্যালেরিয়া ইত্যাদি রোগের ওষুধ। তিনি এগুলো সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবি জানান।