Barak UpdatesBreaking News
বিশিষ্ট শিক্ষক, ক্রীড়াবিদ সামসুল হক বড়ভূইয়া প্রয়াত
Eminent teacher & sportsman Samsul Haque Barbhuiya expired

১২ ফেব্রুয়ারি : সোনাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ তথা আন্তর্জাতিক ক্রীড়াবিদ সামসুল হক বড়ভূইয়া মঙ্গলবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭১ বছর। রেখে গেছেন স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে।
রবিবার তিনি শ্বাসকষ্টে ভোগেন। কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে এ দিনই তিনি প্রয়াত হন।
শিক্ষকতার পাশাপাশি তাঁর খেলাধুলোর জগতে খুব সুনাম ছিল। তিনি কবাডি, ভলিবল, ফুটবল এবং এথলেটিক্সয়ে রাজ্যস্তরের খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৬ সালে তিনি জাকার্তায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। কর্মজীবনে তিনি সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
তিনি কয়েকটি বইও রচনা করেন। তাঁর বহু ছাত্র বর্তমানে উচ্চ শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। এ দিন তাঁর মৃত্যুর খবর চাউর হতেই অনেকে তাঁকে শেষ দেখা দেখতে ছুটে আসেন। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর সহ বহু মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।