Barak UpdatesBreaking News

কাটিগড়ার মহাদেবপুরে শর্ট সার্কিটে পুড়ে ছাই বসতবাড়ি
Electric short circuit, house burnt to ashes at Mahadevpur in Katigorah

২৬ জুলাইঃ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার মহাদেবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে এক ব্যক্তির বসতবাড়ি। বৃহস্পতিবার রাতে মহাদেবপুর এলাকায় স্থানীয় বিদ্যুতের লাইনে নির্ধারিত মাত্রা থেকে হঠাৎ করে বেশি ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হয়। তখনই ওই অগ্নিকাণ্ড ঘটে। তাই গৃহকর্তা রামানুজ নাথের অভিযোগ, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই ঘটনাটি সংঘটিত হয়েছে।

Rananuj

গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি এজাহারও জমা করেছেন তিনি। এতে উল্লেখ করেন, বাড়ির লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। অনুমানিক ১২ টা নাগাদ বিদ্যুতের গোলযোগে বসত ঘরে আগুন লাগে।  কিছু বুঝে ওঠার আগেই আগুনের লোলিহান শিখা পুরো ঘর গ্রাস করে নেয়। ঘরের লোকজন দৌড়ে বাইরে বেরিয়ে গেলেও জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।

তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে অনেক চেষ্টা করলেও কিছুই বাঁচানো যায়নি। পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি জমির দলিল, রেশনকার্ড, ভোটার আইডি, একটি অটো রিকশাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker