Barak UpdatesBreaking News

ত্রিপুরায় উতসবের মেজাজে ভোট, দাবি মুখ্যমন্ত্রীর, রিগিঙের অভিযোগ বিরোধীদের
Polls assume a festive look at Tripura, opposition alleges of rigging

১১ এপ্রিলঃ পশ্চিম ত্রিপুরা আসনের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন| এমনটাই দাবি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিরোধীদের অভিযোগ, সকালেই বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন, ভোটকেন্দ্রগুলি প্রায় নিরাপত্তাহীন ছিল| শাসকদলের লোকজন বিরোধী পোলিং এজেন্টদের বের করে দিয়েছে | এমনকি, ভোটারদেরও ভয় দেখিয়েছে|

কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, তাঁর রাজনৈতিক জীবনে এমন নগ্ন রিগিং কখনও দেখেননি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ছিলেন উদাসীন। রাজ্য পুলিশের ভুমিকা ছিল নিস্ক্রিয় | তবু জয়ের ব্যাপারে আশাবাদী সুবলবাবু| বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে বিজেপি ১৫ শতাংশ ভোটও পেত  না | কংগ্রেসের পক্ষ থেকে ১৬৬টি ভোটকেন্দ্রে পুনর্ভোটের দাবি জানানো হয়েছে। সঙ্গে পুলিশের ডিজি একে শুক্লার অপসারণ চেয়েছেন তাঁরা।


অন্যদিকে, বিজেপির অভিযোগ, সিপাহিজলার চড়িলাম এলাকায় কংগ্রেস রিগিঙের চেষ্টা করে। এ নিয়ে আপত্তি করলে বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় | তাতে দলের ৮ জন আহত হয়েছেন|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker