NE UpdatesBarak UpdatesBreaking News
৪ এপ্রিল বিটিসি নির্বাচনের দিন ঘোষণাElections in BTC to be held on 4 April
১১ মার্চ : বিটিসি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এই ঘোষণা অনুযায়ী আগামী ৪ এপ্রিল অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন। ৮ এপ্রিল ভোট গণনা করা হবে। পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন হলে ৬ এপ্রিল দিনটি ধার্য করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা আগামী ১৮ মার্চ বুধবার বিকেল তিনটের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। অন্যদিকে প্রার্থীরা আগামী 21 মার্চের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। প্রসঙ্গত, ৪০টি আসন যুক্ত বিটিসি নির্বাচনের জন্য ইতিমধ্যে বিপিএফ, ইউপিপিএল-এর পাশাপাশি কোকরাঝাড়ের সাংসদ নব শরণিয়ার নেতৃত্বাধীন দল প্রচার শুরু করেছে।