Barak Updates
এগজিট পোলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনেরElection Commission imposes ban on Exit Polls
৯ এপ্রিলঃ এগজিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম পর্যায় থেকে শুরু করে সপ্তম অর্থাৎ অন্তিম পর্যায় পর্যন্ত সবধরনের এগজিট পোলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। এই নিষেধাজ্ঞা ইলেক্ট্রনিক, প্রিন্ট তথা সবধরনের সংবাদ মাধ্যমের ওপর জারি থাকবে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১৯ মে সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত কোনও সংবাদ মাধ্যমে এগজিট পোল দেখানো যাবে না। কোনও পর্যায়ের ভোটদান সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টা আগে সংবাদ মাধ্যমে কোনও ধরনের অপিনিয়ন পোল, ভোট পর্যবেক্ষণ ইত্যাদি দেখানো যাবে না।