India & World UpdatesBreaking News
আদর্শ আচরণবিধি তুলে নিল নির্বাচন কমিশনECI lifts Model Code of Conduct
২৭ মে : লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নিয়ম মেনে এ বার নির্বাচন ঘোষণা করার পরে জারি করা নির্বাচনী আচরণবিধি তুলে নেওয়া হল। নির্বাচন কমিশন এ মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে।
রবিবার নয়াদিল্লির অশোক রোডে কমিশনের প্রধান দফতর থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রধান নির্বাচন আধিকারিকদের উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, লোকসভা ও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন ও উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই আইন মেনে জারি করা হয়েছিল এই বিধি। নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া ও ফলপ্রকাশ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকে। বর্তমানে নির্বাচনী আচরণ বিধির মেয়াদ শেষ হওয়ায় এ দিন আনুষ্ঠানিক ঘোষণা করেছে কমিশন।
May 26: With the declaration of Lok Sabha Election, 2019, the Model Code of Conduct (MCC) came into force on 10 April. The seven-phase electoral exercise began on 11 April and ended on 19 May, 2019. The counting of votes took place on 23 May. The Election Commission of India (ECI) on Sunday announced that the MCC will ceased to exist with immediate effect.
The MCC bars the party in power from using official machinery to augment its political gains. The election watchdog uses MCC to pull up politicians who are either found guilty of threatening voters or using religion and bribe to seek votes.
The ECI in an instruction to the Cabinet Secretary and Chief Secretaries of state governments said that the Model Code of Conduct had been lifted with immediate effect.