NE UpdatesBarak UpdatesBreaking News
ভূ-কম্পে কেঁপে উঠল মণিপুরEarthquake measuring 4.2 rocks Manipur

১৩ জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেল তীব্রতা ছিল ৪.২। শনিবার সন্ধ্যে ৮ টা ৩৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকায়। গোটা রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
শনিবার সন্ধ্যে ৭ টা ৪৮ মিনিট নাগাদ মণিপুরের সাতারা এলাকায় প্রথম ভূকম্পন অনুভূত হয়। তবে এতে প্রাণহানি বা সম্পত্তির কোনও ক্ষতি হয়নি। কিছুদিন আগে ২০ জুন মহারাষ্ট্রে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর আগে ১২ জুন উত্তর গুজরাটের আম্বাজি এবং পালানপুরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতার পরিমাণ ছিল ২.৩।