Barak UpdatesBreaking News
৫০ লক্ষ টাকার মাদক ট্যাবলেট সহ ধৃত ২Drug tablets worth 50 lakh seized, 2 arrested
৩ আগষ্ট: প্রায় ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ বাজারিছড়া পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। পুলিশ এই কাজে ব্যবহৃত অসম ত্রিপুরা এএসটিসি সংস্থার একটি ডিলাক্স বাসও আটক করেছে। বর্তমানে ধৃতদের থানায় রেখে জেরা চলছে। বাসের চালক ও সহ চালককে গ্রেফতার করলেও নেশার ট্যাবলেটের মূল মালিক পলাতক। ঘটনার বিবরণ অনুযায়ী শনিবার সকাল এগারোটা নাগাদ আট নং জাতীয় সড়কের ডেঙ্গারবন্দ পাবলিক এমই স্কুল সংলগ্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ।
শিলচর থেকে ধর্মনগরগামী এএসটিসি পরিষেবার এএস২৪-৬০২৫ নম্বরের যাত্রী বোঝাই ডিলাক্স বাসটির ভিতর একটি পরিত্যক্ত স্কুলব্যাগ মেলে।এর ভেতর থেকে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । সেসবের স্থানীয় বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত চালক দিলোয়ার হোসেনের (৪০) বাড়ি বদরপুরের শ্রীগৌরী এলাকার দশ নং ওয়ার্ডে। সহ চালকের নাম রিপন ঘোষ(২৭)। বাড়ি করিমগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে।আগামীকাল তাদের জেলা সিজেএম আদালতে তোলা হবে বলে জানান ওসি বিএন মালসেম থিক।প্রসঙ্গত উল্লেখ্য, এইসব বিদেশি নেশাসামগ্রী মিজোরাম মায়ান্মার ও মণিপুর হয়ে বরাকে প্রবেশ করে। পরে ত্রিপুরা সহ বাংলাদেশে ব্যাপক ভাবে পাচার হয়।