NE UpdatesBarak UpdatesBreaking News

Dr. Ravi Kannan to be honoured with Padma Shri
রবি কান্নান পদ্মশ্রী

২৫ জানুয়ারি: কাছাড় ক্যানসার হাসপাতালের ডিরেক্টর ডাঃ রবি কান্নানকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ বার যাদের সম্মানিত করা হচ্ছে, শনিবার সন্ধ্যায় তাঁদের তালিকা প্রকাশ করে ভারত সরকার৷ তাতে পদ্মশ্রী তালিকায় রয়েছেন এই অঞ্চলের মানুষের প্রিয়জনটির নাম৷ চিকিৎসাসেবার জন্যই যে তাঁকে এই বিশেষ  অসামরিক সম্মান প্রদান করা হচ্ছে, তালিকায় উল্লেখ রয়েছে সে কথাও৷

ডাঃ কান্নানের এই খবর জানাজানি হতেই  সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্দেশে শুভেচ্ছার ঝড় বয়ে যায়৷ প্রত্যেকের এক মন্তব্য, এটা প্রত্যাশিত ছিল৷ কেউ কেউ বলেন, তাঁকে একবারে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ দেওয়া উচিত ছিল৷

ক্যানসার হাসপাতালে এমন সন্তুষ্টির হাওয়া পরিলক্ষিত হয়, যেন প্রত্যেক কর্মী নিজেরা পদ্মশ্রী পেয়েছেন৷ ডাঃ কান্নানও সরকারিভাবে তালিকা প্রকাশের পর মোবাইল স্যুইচড অফ করে হাসপাতাল কর্মীদের সঙ্গেই সময় কাটান৷ হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কল্যাণ চক্রবর্তী বলেন, তাঁর পদ্মশ্রী আমাদের জন্য বিরাট সুখবর৷ তাঁর কথায়, আসলে একমাস ধরে এই মনোনয়ন প্রক্রিয়া চলছিল‌৷

Click here for List of Padma Awardees

সরকারি তরফে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়৷ কথা বলেন বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা অফিসাররা৷ শুক্রবার সবশেষ ফোনটি আসে  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে৷ এর পরই আজকের সুখবর৷

কাছাড় কলেজের অর্থনীতির শিক্ষক জয়দীপ বিশ্বাসের স্বগতোক্তি, আমি কখনও ঈশ্বর দেখিনি৷ কিন্তু রবি কান্নানকে দেখেছি৷ আমি নিশ্চিত, তাঁকে মনোনীত করায় অ্যাওয়ার্ডটিরই মর্যাদা বেড়ে গেল৷ আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল ডাঃ কান্নানকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, এর আগে এই অঞ্চলের দুজন পদ্ম-সম্মান পেয়েছেন৷ তাঁরা হলেন: অমিতাভ চৌধুরী ও মৃণালকান্তি দত্তচৌধুরী৷ শিলচর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মনোজকুমার পালের প্রতিক্রিয়া, বরাকবাসী ভাগ্যবান এমন একজন ‘ডেডিকেটেড’ চিকিৎসককে তাঁরা পেয়েছেন৷

কাছাড় ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত অধ্যাপক দিলীপকুমার দে-র প্রতিক্রিয়া, ‘আমরা ডা: রবি কান্ননের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার জন্য আনন্দিত ও গর্বিত। বরাক উপত্যকা তাঁর কর্মভূমি, ২০০৭ সালে শিলচরকে আপন করে নিয়ে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ক্যান্সার রোগীদের নিরলসভাবে চিকিৎসা করে যাচ্ছেন।

কাছাড় ক্যানসার হাসপাতালকে উন্নীত ও বিকশিত করা, মানুষের মধ্যে ক্যানসার সচেতনতা বৃদ্ধি করা, একদল নিরহঙ্কারী, দক্ষ, ত্যাগী চিকিৎসক গড়ে তোলা, গরীব রোগীদের পাশে দাঁড়িয়ে সেবা করায় উদ্বুদ্ধ করা তাঁর ব্রত। এ ঐতিহাসিক মুহূর্ত বৈকি।’

ডাঃ রবি কান্নান ছাড়াও অসম থেকে এ বার পদ্মশ্রী পেয়েছেন আরও ৪জন৷ তাঁরা হলেন: নৃত্যশিল্পী ইন্দিরা পি পি বরা, হস্তী বিশেষজ্ঞ কুশল শর্মা, সাহিত্যিক যোগেন্দ্রনাথ ফুকন ও লিলবাহাদুর ছেত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker