Barak UpdatesAnalyticsBreaking News
করিমগঞ্জের নগেন্দ্রনাথ বিদ্যালয়ে বিজ্ঞান দিবসে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ শিবির
ওয়ে টু বরাক, ২৭ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে করিমগঞ্জ শহরের নগেন্দ্রনাথ তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ে এবারও ২৮ ফেব্রুয়ারি নোবেল পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমণের আবিষ্কার “রমণ এফেক্ট”-কে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হবে।এই উপলক্ষে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মানসিকতা বৃদ্ধি এবং বিজ্ঞান ও গণিত শিক্ষাকে আনন্দময় করার জন্য বিভিন্ন সৃষ্টিশীল ক্রিয়াকলাপ গ্রহণ করা হবে।
জেলা পর্যায়ে বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে এ দিন বিদ্যালয়ে বেলা চারটায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তথা জ্যোতির্বিদ ড. হিমাদ্রি শেখর দাস। ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় ছাড়াও জ্যোতির্বিজ্ঞানের ওপর তিনি প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে দূরবীনের সাহায্যে রাত্রিকালীন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের অন্তত ১০ জন ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত জেলাশাসক তথা সর্বশিক্ষা অভিযানের ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর বিপুল দাস, সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ড. বিকাশ ভট্টাচার্য, লঙ্গাই রোড ক্লাস্টারের সিআরসিসি চয়ন বণিক এবং অন্যান্য সিআরসিসি তথা বিভিন্ন স্কুলের শিক্ষকরা। ওইদিন চয়ন বণিক ও ড. বিকাশ ভট্টাচার্যের উদ্যোগে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের আঁকা ছবি বা মডেল নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা আশা করছে করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগ।