Barak UpdatesBreaking News

মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বদলি, সুপার বদল
Dr. Babul Bezbaruah: New Principal of SMCH; Super also changed

২৬ অক্টোবরঃ একসঙ্গে বদলে দেওয়া হল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সুপারিন্টেন্ডেন্টকে। অধ্যক্ষ ডা. শিল্পীরানি বর্মনকে বরপেটায় ফকরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একই পদে বদলি করা হয়েছে। শিলচর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন ডা. বাবুল বেজবরুয়া। তিনি ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হলেও এতদিন গুয়াহাটিতে শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের রেজিস্ট্রার পদে কাজ করছিলেন।

Rananuj

একইদিনে সরিয়ে দেওয়া হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডা. এএস বৈশ্যকেও। তাঁর জায়গায় ডা. অভিজিত স্বামীকে নিযুক্তি দেওয়া হয়েছে। বৈশ্য যথারীতি শল্যচিকিতসা বিভাগের সহযোগী অধ্যাপকের পদে ফিরে গেলেন।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নতুন অধ্যক্ষ ডা. বেজবরুয়া শিলচর আসবেন। বুধবার দায়িত্ব হস্তান্তর হবে।

October 26: In a notification (No.HLB.480/2018/51) issued by Assam Government, dated, Dispur the 25th October, 2018, it was stated that,  “In the interest of public service, Dr. (Mrs) Silpi Rani Barman, Principal-cum- Chief Superintendent, Silchar Medical College & Hospital, Silchar, is hereby transferred and posted as Principal cum Chief Superintendent, FAAMCH, Barpeta with immediate effect.”

SMCH Notification

It was further stated that,  “Dr. Babul Bezbaruah, Professor, Pharmacology Department, Assam Medical College and Hospital, Dibrugarh attached to Srimanta Sankaradeva University of Health Sciences, Guwahati as Registrar is hereby transferred and posted as Principal-cum- Chief Superintendent (I/c), SMCH, Silchar and relieved from attachment as Registrar, Srimanta Sankaradeva University of Health Sciences, Guwahati with immediate effect.”

Meanwhile sources have revealed that Dr. S.S. Baishya has been removed from the post of Superintendent. Dr. Baishya was replaced by Dr. Abhijit Swami.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker