Barak UpdatesBreaking News
কাছাড়ে ভোটার তালিকার নকল পেতেও ৭১-র আগের নথি লাগে! বিস্মিত এডিসিDocuments prior to 1971 is required even to get duplicate copy of electoral roll in Cachar! ADC surprised
৫ নভেম্বর: নাগরিকত্ব প্রমাণে ১৯৭১ সালের ২৫ মার্চের আগের নথি চাই, অসমে এটাই নিয়ম৷ কিন্তু বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, বারবার ঠিকানা বদল এবং অনেকে অজ্ঞতার দরুন নথি ধরে রাখতে না পারায় এখন চরম সঙ্কটে৷ সে জন্যই এনআরসিতে নাম ওঠেনি বহু মানুষের, অনেকে ডি ভোটার চিহ্নিত হয়ে আদালতের বারান্দায় আর আইনজীবীর বাড়িতে ঘুরছেন৷
তাদের কাছে রেহাইর একটাই রাস্তা, নির্বাচন অফিসে গিয়ে ১৯৭১ সালের আগের ভোটার তালিকায় তাদের পূর্বপুরুষের নাম খুঁজে বের করা৷ পেলে নির্বাচন অফিসারের কাছ থেকে এর নকল বা সার্টিফায়েড কপি সংগ্রহ করা৷ কিন্তু কাছাড় জেলায় ওই নকল সংগ্রহের জন্য ১৯৭১ সালের আগের নথি খুঁজছেন বিভাগীয় কর্তারা৷ তাতে বহু মানুষ বিপাকে পড়েন৷
পাবলিক ভিউ নামে এক সংস্থা মঙ্গলবার এ ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক সুজিত সতবন্তের দৃষ্টি আকর্ষণ করে৷ তিনি প্রতিনিধি দলের কাছে ভোটার তালিকার নকলের জন্য ৭১-র আগের নথি লাগে শুনে বিস্মিত৷ নিজেই বলেন, অন্য জেলায় এমন বিধান নেই৷ তিনি প্রতিনিধিদের আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷
পাবলিক ভিউ-র সম্পাদক কনক পাল, রূপক চক্রবর্তী, বিমান মালাকার, নির্মলকুমার দাস-র নির্বাচন শাখার আরও নানা হয়রানির কথাও তথ্যপ্রমাণ সহ অতিরিক্ত জেলাশাসকের সামনে তুলে ধরেন। তাঁরা বলেন, ৭১-র আগের কোনও নথি গিয়ে আবেদন করলেই যে নকল পাওয়া যাবে, এর নিশ্চয়তা নেই। আবার কেউ তিনদিনেই পেয়ে যান। আবেদন জমা রাখার সময় কোনও রিসিপ্ট দেওয়া হয় না। ফলে প্রায়ই আবেদনপত্র খুঁজে না পাওয়ার ঘটনা ঘটে। তখন দোষারোপ করা হয় আবেদনকারীকেই।
প্রতিনিধি দলটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাঞ্জল পাল, হিমাংশু দাস, ঝন্টু পাল, সুরেশ দাস, সম্যক পাল, আনোয়ার লস্কর, সমর ভট্টাচার্য, কমল চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য, কৃশানু ভট্টাচার্য প্রমুখ।