Barak UpdatesBreaking News
সোমবার মেডিক্যালে রোগী দেখবেন না ডাক্তাররা
Doctors will not be examining patients at Silchar Medical College on Monday

১৬ জুনঃ পশ্চিমবঙ্গে ডাক্তারদের ওপর হামলা ও দুর্ব্যবহারের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সোমবার দেশজুড়ে নিজেদের সেবাপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি ক্ষেত্র ছাড়া অন্যত্র তাঁরা সে দিন কাজ করবেন না। এই আন্দোলনের শরিক হিসেবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনও সোমবার নিজেদের সেবাপ্রদান বন্ধ রাখার কথা জানিয়ে দিয়েছে।
তাঁরা সে দিন বহির্বিভাগে বসবেন না, কোনও ধরনের পরামর্শ দেবেন না। শুধু জরুরি ক্ষেত্রেই পেশাগত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।