Barak UpdatesBreaking News

বিশ্ববিদ্যালয়ে জিএস পদে অরিত্র-মুক্তারের লড়াই, সভাপতি পদে ৩
Direct contest between Aritra & Mukhtar for GS post in Assam University, 3 aspirants for President

১১ নভেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এ বার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। সোমবার মনোনয়ন পত্র জমার সময় পেরিয়ে গিয়েছে। ফলে প্রার্থীচিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। এ বার সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছে অরিত্র ধর ও মহম্মদ মুক্তার হোসেন লস্কর।

সভাপতি পদে তিনজন প্রার্থী রয়েছে। সুরজকমল দাস, বিশ্বরূপ ভট্টাচার্য ও রত্নদীপ পাল। উপ-সভাপতি পদেও সরাসরি লড়াই জয়দীপ নন্দী ও কুমুদ বরার। সহ-সম্পাদক মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন জমা করেছেন তানা বর্মন ও পৃথা রায়। সহ-সম্পাদকের অন্য পদটিতে ত্রিমুখী লড়াই। দাঁড়িয়েছেন সুমন দাস, মুমিনুল হক বড়ভুইয়া ও প্রমোদ দাস। সুস্মিতা হোসি নঙমেইকাপাম, অনুপ ওলি এবং তন্ময় আচার্য হল সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। ক্রীড়া সম্পাদক হতে চান গৌরব দেব, অনুজকান্তি নাথ ও জি আলবার্ট রংমাই। অঙ্কিতা শূর ও আশিসকুমার বসুমাতারির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে ম্যাগাজিন সম্পদাক পদের জন্য।

তবে এ বার বিভাগীয় প্রতিনিধি পদের জন্য প্রার্থীই নেই। শুধু আইন, গণজ্ঞাপন এবং অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং তিন বিভাগে একটি করে মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেনঃ ক্রমে মহম্মদ ইয়াসির আলি জুমেদ বড়ভুইয়া, সোহান আহমেদ স্বপ্নিল ও বিশালাক্ষ দেব। ফলে তাঁদের জয়লাভ শুধু সময়ের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker