Barak UpdatesIndia & World UpdatesBreaking News
ন্যাশনাল সায়েন্স কংগ্রেসে কেরল গেল শিলচরের দীপতনুDiptanu from Silchar has gone to Kerala to attend National Science Congress
২৪ ডিসেম্বর: ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে যোগ দিতে কেরল যাচ্ছে শিলচরের ছেলে দীপতনু সাহা৷ আগামী ২৭ ডিসেম্বর তিরুবনন্তপুরমে এই শিশু কংগ্রেস শুরু হবে৷ চলবে ৫দিন ধরে৷ সারা রাজ্যের ২৬ শিশুবিজ্ঞানীকে সেখানে গিয়ে নিজেদের প্রজেক্ট তুলে ধরার জন্য মনোনীত করা হয়েছে৷ এর মধ্যে দীপতনুই একমাত্র বরাক প্রতিনিধি৷
দীপতনু সাহা হলিক্রশ স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া৷ পাহাড়ি এলাকার মাটিতে তৈরি বিভিন্ন রঙ নিয়েই তার প্রজেক্ট৷ গাইড হিসেবে রয়েছেন শিলচর মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র অভিরাজ পাল৷ শিশুবিজ্ঞানী দীপতনু স্কুলশিক্ষক চম্পক সাহার পুত্র৷