India & World UpdatesAnalyticsBreaking News
Dilip Ghosh again becomes Chief of West Bengal BJPপশ্চিমবঙ্গে ফের বিজেপি সভাপতি পদে দিলীপ ঘোষ
১৫ জানুয়ারি : পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর গলায় এর আগেই শোনা গিয়েছিল দৃঢ়তা। দলের সিদ্ধান্তকে মেনে নেব বলেই জানিয়েছিলেন তিনি। তখনই আঁচ করা গিয়েছিল ফের হয়তো তাঁকেই বেছে নেবেন অমিত শাহরা। রাজ্য বিজেপির অধিকাংশ নেতাই নাকি ভোটাভুটিতে দিলীপকে সমর্থন জানিয়েছেন।
গত ১২ জানুয়ারি কলকাতা ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহের ‘দূত’ তথা দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। কোর কমিটির ১৫ জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। নতুন বিজেপি সভাপতি হওয়া নিয়ে রিপোর্ট জমা দেন। আরএসএসেরও পছন্দ দিলীপই। সব পছন্দ যখন মিলে গিয়েছে তখন আর সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি অমিত শাহদের। দৌড়ে বিজেপির রাজ্য নেতারা থাকলে, দিলীপ ঘোষ সেই দৌড়ে অনেকটায় এগিয়ে ছিলেন।
বিজেপির এখন পাখির চোখ ২০২১ সালের বিধানসভা ভোট। ক্ষমতায় আসা টার্গেট না হলেও তৃণমূলের আসন সংখ্যা কমাতে বিজেপি যে মরিয়া হয়ে উঠেছে তাতে কোনও সন্দেহ নেই। লোকসভা ভোটেই নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দিয়েছে বিজেপি।
দিলীপ সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিজেপি সংগঠন চাঙ্গা হয়ে ওঠে। সদস্য সংখ্যা বাড়তে শুরু করেছে। বিজেপি রাজ্য দফতরে এসেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক কিরেন রিজিজু। তাঁকে মনোনয়নপত্র জমা দেন দিলীপ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত দিলীপ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। তবে বৃহস্পতিবার ১১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে।