Barak UpdatesBreaking News
আসাম বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সড়ক অবরোধ, স্তব্ধ যোগাযোগDilapidated road: Students of Assam University blocks road, communication disrupted
২২ জুলাই : শিলচর থেকে দরগাকোণা পর্যন্ত বেহাল রাস্তার জন্য প্রতিবাদে নামল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এর অঙ্গ হিসেবে সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে থাকা হাইলাকন্দিগামী প্রধান সড়কটি পড়ুয়ারা বন্ধ করে দিয়েছে। এতে খুব স্বাভাবিকভাবেই যানবাহনের বিশাল লম্বা লাইন লেগে যায়। দরগাকোণা থেকে আইরংমারা পর্যন্ত ইতিমধ্যেই গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে।
শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় হয়ে হাইলাকান্দি যাওয়া সড়কটি গত কিছুদিন থেকেই বেহাল হয়ে পড়েছে। শিলচর শহরের লিংক রোড অতিক্রম করলেই সড়কের এই বিবর্ণ চেহারা সামনে আসে। তারপর শিলকুড়ি, আইরংমারা ইত্যাদি এলাকার বহু স্থানে সড়কটি বর্তমানে অস্থিচর্মসার।
এ নিয়ে গত কিছুদিন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু জেলা প্রশাসন এ ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। এ দিকে, সোমবার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচিতে নামে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
সকালের দিকে ছাত্রদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্রদের উপস্থিতি বাড়ে। আন্দোলনকারী ছাত্ররা জানিয়ে দিয়েছেন, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কোনও আধিকারিক উপস্থিত না হলে তাঁরা অবরোধ থেকে সরে আসবেন না।