India & World UpdatesAnalyticsBreaking News
প্রথমবার পেট্রোলকে ছাড়িয়ে গেল ডিজেলের দামDiesel surpasses petrol rates for the 1st time
২৪ জুন ঃ পেট্রোলের দাম বরাবরই ডিজেলের থেকে বেশি। কিন্তু এই প্রথমবার পেট্রোলকে ছাড়িয়ে গেল ডিজেল। বুধবার রাজধানী দিল্লিতে পেট্রোলের থেকে বেশি দামে বিক্রি হয়েছে ডিজেল। জ্বালানির মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বুধবার ১৮তম দিন। এ দিন রাজধানী দিল্লি সহ দেশের অন্য মেট্রো শহরগুলোতে বেড়েছে ডিজেলের দাম। তবে এ দিন পেট্রোলের দাম বাড়েনি। দিল্লিতে এ দিন লিটার প্রতি পেট্রোল বিক্রি হয়েছে ৭৯.৭৬ টাকা। সে জায়গায় ডিজেলের দাম বুধবার ০.৪৮ পয়সা বেড়ে বিক্রি হয়েছে ৭৯.৮৮ টাকা প্রতি লিটার। এই মুল্যবৃদ্ধির আগে ডিজেলের দাম ছিল ৭৯.৪০ টাকা।
উল্লেখ্য, ৭ জুন থেকে এ পর্যন্ত ১০.৮৮ টাকা দাম বেড়েছে ডিজেলের। গত ১৮ দিনে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে ৮.৫০ টাকা। বাকি সব শহরেই অবশ্য ডিজেলের থেকে পেট্রোলের দামই বেশি।