SportsBreaking News
ছিটকেই গেলেন ধাওয়ান, পরিবর্তে পন্থDhawan replaced by Panth in World Cup due to thumb fracture
১৯ জুনঃ বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন শিখর ধাওয়ান। মাত্র দুটো ম্যাচ (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া) খেলেই বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হল তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার নাইলের একটা বল ধাওয়ানের বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। হাতের চোট নিয়েই ম্যাচ জেতানো ইনিংস খেলেন ধাওয়ান। পরে অবশ্য ফিল্ডিং পারেননি। ড্রেসিং রুমে বসে বরফ ঘষতে হয় তাঁকে। বাঁ হাতের বুড়ো আঙুলের স্ক্যান রিপোর্ট দেখার পরে চিকিৎসকরা তিন সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করা হয়, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ধাওয়ানের সেরে উঠতে উঠতে জুলাইয়ের মাঝামাঝি। তাঁর পরিবর্তে ভাগ্য খুলে গেল পন্থের। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ে দলে স্থান হয়নি তাঁর। এখন তাঁকেই ডেকে নিতে হল।