Barak UpdatesBreaking News

রবিবার রামকৃষ্ণ মিশনে ভক্ত সম্মেলন, সোম-মঙ্গলবার যুব সম্মেলন
Devotees Meet at Ramakrishna Mission on Sunday, Youth Conference on Monday & Tuesday

২৫ সেপ্টেম্বরঃ পুজোর মুখে এ বারও ভক্ত সম্মেলন, যুব সম্মেলনের আয়োজন করছে শিলচর রামকৃষ্ণ  মিশন সেবাশ্রম। ভক্ত সম্মেলন হবে আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার। তাতে আলোচনা করবেন নরেন্দ্রপুর মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ মহারাজ। তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ভক্তদের আধ্যাত্মিক জীবন নিয়ে আলোচনা করবেন সকাল ১০টা ২০ মিনিটে। বেলা আড়াইটায় তাঁর নির্ধারিত বিষয়–স্বামীজির ভাবে ভক্তবৃন্দের পথচলা। ওইদিন শুরুতে ভক্ত সম্মেলনের তাতপর্য আলোচনা করবেন শিলচর মিশনের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ। এ বারের ভক্ত সম্মেলনে আলোচনায় অংশ নেবেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ, স্বামী গুণাতীতানন্দ মহারাজ, স্বামী মহাভদ্রানন্দ মহারাজ প্রমুখ।

বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, এর ঠিক পরেই হবে দুদিনের যুব সম্মেলন। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুদিনের সম্মেলনেই ছাত্র-যুবাদের সঙ্গে মত বিনিময় করবেন স্বামী সর্বলোকানন্দ মহারাজ ও আগরতলা মিশনের সচিব স্বামী হিতকামানন্দ মহারাজ। এই যুব সম্মেলন এ বার ত্রয়োদশ বছর। স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ বলেন, প্রতি বছর তাতে ভালো সাড়া মিলছে।

পুজোর কথায় মহারাজরা জানান, এ বার বৃদ্ধ-বৃদ্ধাদের পুষ্পাঞ্জলি এবং প্রসাদ গ্রহণের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। লাইনে ভক্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে তারা বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বিশেষভাবে ভেবেছেন। তাতে তাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। পুজোর তিনদিনই অঞ্জলি হবে। তবে অষ্টমীর দিনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি বন্ধ থাকবে। সে সময় সন্ধি পূজা হবে। সন্ধি পূজার শেষে ফের পুষ্পাঞ্জলি চলবে বলে  সচিব মহারাজ জানিয়েছেন।

পুজো উপলক্ষে এই  সময়ে বস্ত্র বিতরণ চলছে। শাড়ি, কাপড়, ধুতি, প্যান্ট, জামা, ধুতি ইত্যাদি দুস্থদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ডলু, বিহাড়া, লক্ষ্মীপুর, শ্রীকোণা, কালাইন, হাইলাকান্দি প্রভৃতি এলাকায় বস্ত্র বিতরণ করা হয়েছে। স্বামী গণধীশানন্দ মহারাজ জানান, ১ কোটি টাকার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আইটিসি এর বড় অংশের  ব্যয়ভার বহন করছে।

এ দিনের সাংবাদিক সম্মেলনে ব্রহ্মচারী নেহালও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker