Barak UpdatesBreaking News

টেট শিক্ষকদের ধর্নায় কাঁপল শিলচর
Demonstration by TET teachers rock the streets of Silchar

১৮ জুনঃ টেট শিক্ষকদের ধর্নায় কেঁপে উঠল গোটা রাজ্য। আন্দোলনের আঁচে জ্বলে উঠেছে শিলচরও। এ দিন কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনেও জেলার টেট শিক্ষকরা হাজির হয়ে দাবি-দাওয়া আদায়ে সরগরম করে তোলেন। বেতন সুরক্ষা ও টেট শিক্ষকদের চাকরি নিয়মিত করা সহ শিক্ষামন্ত্রীর মন্তব্যে এ দিন প্রতিবাদমুখর হন শিক্ষকরা। প্রসঙ্গত, মঙ্গলবার সারা রাজ্যজুড়ে ৪১ হাজার টেট শিক্ষকের অংশগ্রহণে অ্যান্দোলন কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এই আন্দোলনের কথা ঘোষণা করেছিল সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ।

Rananuj
Pic Credit:Eagle

এ দিন শিলচরে ধর্না কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটির পক্ষে জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকারকে গোটা আসামের ৪১ হাজার টেট শিক্ষককে একসঙ্গে নিয়মিত করতে হবে। এ জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়ে শিক্ষক সমাজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে একটি স্মারকপত্র তুলে দিয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা কড়াভাবে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী এর সমাধান না করলে পরবর্তী কর্মসূচি হিসেবে তাঁরা আগামী ২৯ জুন গুয়াহাটিতে আন্দোলন করবেন। এতে কাছাড় জেলা থেকে প্রতিনিধিরাও যোগ দেবেন।

Pic Credit:Eagle

তাছাড়া শিক্ষামন্ত্রী টেট সার্টিফিকেটের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের যে তুলনা করেছেন, তাতেও গর্জে উঠেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শিক্ষকরা বলেছেন, এমন মন্তব্য তাঁর করা মোটেই উচিত হয়নি। জনৈক শিক্ষক বলেন, শিক্ষকরা ড্রাইভারকে সম্মান করেন, কারণ তাদের মাধ্যমেই তাঁরা স্কুলে যান। কিন্তু তাই বলে শিক্ষকদের কারও সঙ্গে তুলনা করা মোটেই উচিত নয়।

আন্দোলনরত ওই শিক্ষক আরও বলেছেন, সর্বশিক্ষা ও স্টেটপুল মিলিয়ে রাজ্যে ৪১ হাজার টেট শিক্ষক রয়েছেন। তাদের সবাইকে একসঙ্গে নিয়মিত করার দাবি জানান তিনি। শিক্ষকরা এও বলেছেন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রজেক্ট এপ্রোভেল বোর্ড আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে বার বার বলেছে, সর্বশিক্ষা থেকে যেন কোনও নিয়োগ না করা হয়। যাঁদের নিয়োগ করা হয়েছে, তাদের নিয়মিত করা হোক। এজন্য শিক্ষকরা এ দিন জানিয়ে দেন, তাদের নিয়োগ প্রয়োজনে এলিমেন্টারি বিভাগে করা হোক। এই পরিবর্তনের জন্য তাদের কোনও আপত্তি নেই বলে এ দিন শিক্ষকরা উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker