India & World UpdatesAnalyticsBreaking News
Delhi gets SN Srivastava as new Police Commissionerদিল্লিকে ছন্দে ফেরাতে নয়া পুলিশ কমিশনার, পট্টনায়েককে সরিয়ে শ্রীবাস্তব
২৮ ফেব্রুয়ারি : দিল্লির হিংসার ঘটনা শুরু হওয়ার পরই গত মঙ্গলবার দিল্লির বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) হিসেবে নিযুক্ত করা হয়েছিল আইপিএস এসএন শ্রীবাস্তব-কে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দিল্লির পুলিশ কমিশনার পদে অমূল্য পট্টনায়েক-কে সরিয়ে এসএন শ্রীবাস্তব-কেই নতুন কমিশনার হিসাবে নিযুক্ত করা হল। শনিবার শেষ হচ্ছে অমূল্য পট্টনায়েকের মেয়াদ। ১৯৮৫ ব্যাচের অফিসার আইপিএস শ্রীবাস্তবকে সিআরপিএফ থেকে সরিয়ে স্পেশ্যাল কমিশনার (আইন-শৃঙ্খলা) পদ বসানো হয়েছিল।
গত চারদিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। জখম দেড়শোর বেশি। কয়েকশো কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। বিরোধীদের অভিযোগ, পুলিশ কার্যত নীরব ভূমিকা পালন করেছে। পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখার ভার এখন তাঁর উপরই।
শ্রীবাস্তবের নিয়োগ নিয়ে অজিত দোভালের অকপটে স্বীকার, হিংসার আবহে দিল্লি পুলিসের অভিপ্রায় বুঝতে অক্ষম সাধারণ মানুষ। বিভিন্ন কারণে দিল্লি পুলিশ কমিশনারের ভাবমূর্তি ভাল নয়। উল্লেখ্য, অমূল্য পট্টনায়েকের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যায়। বিরোধীদের প্রশ্ন, কেন তাঁকে কমিশনার পদে এতদিন রাখা হয়েছে। কেন কার্ফু প্রথম দিন থেকেই জারি করা হয়নি। দেখামাত্র গুলির নির্দেশ এতদিন দেওয়া হয়নি কেন? পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্টও।