NE UpdatesBarak UpdatesBreaking News
শিলচরে জেল হাসপাতালে বন্দির আত্মহত্যাPrisoner commits suicide inside Silchar jail hospital
২৮ নভেম্বর: শিলচর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলেন এক বিচারাধীন বন্দি। সঞ্জয় দাস নামে ৩০ বছরের ওই যুবক ব্যক্তিটি মোবাইল সেট চুরির অভিযোগে ধরা পড়ে জেলে গিয়েছিলেন। ড্রাগসের নেশার দরুন তাকে জেলের ভেতরকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ওই হাসপাতালের শৌচাগারেই বৃহস্পতিবার সকাল ৯টায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে৷ পুলিশ জানিয়েছে, মৃত সঞ্জয় দাসের বাড়ি উধারবন্দের মধুরা কোয়ারী এলাকায়। বাবার নাম জগদীশ দাস।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বারান্বাল ঘটনার তদন্তে গিয়ে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন৷ তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ফাঁসির দাগ ছাড়া শরীরে কোনও ক্ষতের চিহ্ন ছিল না। আপাতত তাই একে আত্মহত্যা হিসেবেই গণ্য করা হচ্ছে৷ প্রকৃত কারণ জানা যাবে মৃতদেহের ময়না তদন্তের পর৷
জেল সুপার সত্যেন্দ্র বৈশ্য জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷ তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
জেলের ভেতরে কিভাবে একজন লোক আত্মহত্যা করতে পারৈ? এর সুরক্ষা ব্যবস্থা আদৌ কতটুকু শক্তিশালী? এ সব প্রশ্নে বৈশ্য বলেন, শৌচাগারের ভেতরে তো পুলিশ বা প্রহরী রাখা সম্ভব নয়। তবে আগামীতে যাতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে কড়া নজর থাকবে।