BusinessBreaking News

জিএসটি রিটার্ন জমার সময় বেড়ে ৩১ মার্চ
Deadline for filing annual GST returns extended till 31 March

৮ ডিসেম্বর : কিছুটা স্বস্তি পেলেন ব্যবসায়ীরা। অর্থ মন্ত্রক বার্ষিক জিএসটি রিটার্ন ফর্ম জমা দেওয়ার সময় আরও তিন মাস বৃদ্ধি করে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ধার্য করেছে। এই বার্ষিক রিটার্ন ফর্মে ব্যবসায়ীরা জিএসটির অধীনে তাঁদের ক্রয়-বিক্রয়ের পুরো হিসেব, ইনপুট ট্যাক্স ক্রেডিটের লাভ যা ব্যবসায়ীরা ২০১৭-১৮ অর্থবর্ষে পেয়েছেন, তা উল্লেখ করতে হবে। আগে এই রিটার্ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০১৮-র ৩১ ডিসেম্বর।

সেন্ট্রাল বোর্ড অব ইনকাম ট্যাক্স অ্যান্ড কাস্টমস (সিএআইটি) এক বিবৃতিতে জানিয়েছেন, কর্তৃপক্ষ জিএসটিআর-৯, জিএসটিআর-৯এ, জিএসটিআর-৯সি ফর্ম পূরণের জন্য আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছেন। খুব শীঘ্রই জিএসটি পোর্টালে জিএসটির আবেদনপত্র পাওয়া যাবে।

এর আগে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে জিএসটি বার্ষিক রিটার্নের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল। সিএআইটি এর আগে বলেছিল, জিএসটি রিটার্ন জমা দেওয়ার ফর্ম জিএসটি ওয়েবসাইট সহ কোথাও নেই। ফলে এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীদের বার্ষিক রিটার্ন জমা দেওয়া সম্ভব ছিল না। আর এজন্যই সিএআইটি জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানায়।

December 8: As a relief to many, the Finance Ministry has extended the last date for filing annual GST return forms by three months until March 31, 2019. The annual returns form in which businesses registered under the GST have to provide consolidated details of sales, purchases and input tax credit (ITC) benefits accrued to them during 2017-18 fiscal was notified in September. The last date for filing was set at December 31, 2018.

In a statement, the Central Board of Indirect Taxes and Customs (CBIC) said, “the competent authority has decided to extend the due date for filing Form GSTR-9, GSTR-9A and GSTR-9C till March 31, 2019. The requisite Forms shall be made available on the GST common portal shortly”.  GSTR-9 is the annual return form for normal taxpayers, GSTR-9A is composition taxpayers, while GSTR-9C is a reconciliation statement. Trade and industry players have been seeking an extension of the deadline for filing the annual returns.

There has been a clamour to extend the deadline with The Confederation of All India Traders (CAIT) on Thursday urging the finance minister Arun Jaitley to extend the last date for filing annual goods and services tax return. CAIT said that the format of filing of annual GST return is not available anywhere including the GST website. “Under such circumstances it will not be possible for the traders to file their annual GST return by the stipulated period and as an immediate measure, the CAIT has urged to extend the last date of filing annual GST return up to March 31 2019 for the period 2017-18.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker