Barak UpdatesBreaking News
গোলদীঘি মলে মৃতদেহ উদ্ধার, ড্রাগসের শিকার?Deadbody found at Goldighi Mall, victim of drugs?
মলের ভেতরে পারিজাত রেস্টুরেন্টের শৌচাগার ভেঙে সুদামের দেহ উদ্ধার করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, আজ (শুক্রবার) দুপুরে অন্যান্য খদ্দেরদের মতো বছর ত্রিশের এই যুবকও রেস্টুরেন্টে ঢুকেছিলেন। খাবার অর্ডার দিয়ে শৌচাগারে যান। দীর্ঘক্ষণ ধরে না বেরনোয় তাদের মনে সন্দেহ জাগে। দরজা ভেঙে দেখা যায়, মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ওই যুবক।
শৌচাগারে একটি সিরিঞ্জ পড়েছিল। সে থেকে অনুমান, সুদাম ড্রাগসের শিকার। ড্রাগস নেওয়ার জন্যই রেস্টুরেন্টে ঢুকেছিল। সুদাম একবার নেশামুক্তির পুনর্বাসন কেন্দ্রেও ছিল বলে জানা গিয়েছে। বাড়ি কাজিডহরে।
এই মৃত্যু ঘিরে বিকেল থেকেই নানা চর্চা চলছে। কারণ রেস্টুরেন্ট মালিক জে পি দাস চিকিতসক হওয়ায় তিনি নিজেই সুদামকে মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয়ত, পুলিশ আসার আগেই শৌচাগারের দরজা ভেঙে ফেলা হয়েছে। তৃতীয়ত, জে পি দাসের নিজেরও একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। পুরসভা পরিচালিত গোলদীঘি মলের পক্ষ থেকে পুলিশে এজাহার দিয়ে এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখা হবে।
The dead body of Sudam was recovered after breaking open a toilet inside Parijath Restaurant at Goldighi Mall. Restaurant authority has informed that just like any other customer, the deceased also came inside. After sitting for sometime, he went to the toilet inside the restaurant. But suspicion grew when the person was taking a long time inside the toilet. The management then broke the door of the toilet to find the person lying on the floor.
A syringe was found inside the toilet. From this, the police feels that the person may have been a drug addict. He came inside the restaurant for taking drugs. It was learnt that the deceased Sudam Goala was once admitted to Rehabilitation centre also.