Barak UpdatesBreaking News
শিলচরে বস্তাবন্দি যুবকের মৃতদেহ উদ্ধার
Dead body of youth found inside a sack at Silchar

১৯ মার্চঃ শিলচর তৃতীয় লিঙ্করোডে উদ্ধার হল যুবকের মৃতদেহ। বস্তায় পুরে ইটচাপা দিয়ে ফেলে যায় দুষ্কৃতীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করলেও নিহত যুবককে শনাক্ত করা যায়নি।
এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়। দুপুরের পর তা মাত্রা ছাড়ায়। সবাই মিলে খোঁজাখুজি করছিলেন। হঠাত এক জায়গায় মাছির ভনভন দেখে সকলের সন্দেহ হয়। ছুটে গিয়ে তাঁরা মানুষের দুটি পা দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেখা যায়, পলিথিনের বস্তায় ৩০-৩২ বছরের যুবকের মৃতদেহ। কোথা থেকে কীভাবে মৃতদেহটি সেখানে পৌঁছাল, এলাকাবাসী এ নিয়েই ধন্দে। পুলিশ জানিয়েছে, এটি স্পষ্টতই খুনের ঘটনা। মৃতদেহ শনাক্ত করার জন্য নিয়ম মেনেই ৭২ ঘণ্টা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হবে। শনাক্ত হলেই তদন্তের কাজ দ্রুত এগোবে। তবে তারা বিভিন্ন সূত্র ব্যবহার করে দুষ্কৃতীদেরও চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে পুলিশ।
English text here