Barak UpdatesBreaking News

প্রাক্তন অধ্যক্ষ অপহরণের প্রতিবাদে করিমগঞ্জে জেলাশাসকের অফিসে ভাঙচুর
DC Office in Karimganj vandalised in protest of kidnapping of former Principal

৯ সেপ্টেম্বরঃ করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমানের অপহরণকারীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে সোমবার দুই শতাধিক ছাত্রছাত্রী প্রথমে পুলিশ সুপারের অফিসে ছুটে যায়। পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় তখন অফিস ছিলেন না। ছাত্ররা তখন ছোটে জেলাশাসকের কাছে। জেলাশাসক এমএস মণিভান্নানও তখন নিজের চেম্বারে ছিলেন না।

এ বার কার সঙ্গে কথা বলা যেতে পারে, তা জিজ্ঞেস করে কারও কাছ থেকে উপযুক্ত সাড়া মেলেনি। ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রছাত্রীর দলটি। দোতলায় ওঠে শুরু করে ভাঙচুর। মূলত কিছু চেয়ারের ওপর দিয়েই বেশি চোট যায়। পরে অবশ্য একজন ম্যাজিস্ট্রেট এগিয়ে গিয়ে আন্দোলনকারীদের নিরস্ত করে তাদের সঙ্গে আলোচনায় বসেন।

পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তি নষ্টের জন্য এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে। অন্যদিকে অপহরণকারীদের খুঁঁজে করতেও পুলিশ সচেষ্ট রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker