NE UpdatesAnalyticsBreaking News
করোনার দোহাই, অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না বিপ্লব সরকার
২১ সেপ্টেম্বর : ত্রিপুরায় তৃণমূল নেতা অভিষেকের পদযাত্রা জোর ধাক্কা খেল। আগামী ৪ নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোনও মিটিং-মিছিল করতে পারবেন না। এমনকি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সভা আয়োজনের ক্ষেত্রেও। করোনার দোহাই দিয়ে বিপ্লব দেবের সরকার জানিয়ে দিয়েছে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় কোনও মিটিং মিছিল করা যাবে না। ত্রিপুরা হাইকোর্টও একই কথা বলেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এর পেছনে কারণটা নেহাতই রাজনৈতিক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের পদযাত্রার অনুমতি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি গড়ায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত। সংশ্লিষ্ট মামলার শুনানিতে আদালত জানিয়েছে, ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যে কোভিড পরিস্থিতির দিকে খেয়াল রেখে কোনও সভা-সমিতি-মিছিলের অনুমতি তারা দিচ্ছে না। এই নিষেধাজ্ঞা রয়েছে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।
এই প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ত্রিপুরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনওভাবে আদালত হস্তক্ষেপ করতে চায় না। ফলত আগামী বুধবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ছিল বিপ্লব-রাজ্যে, তা বাতিল করতে হচ্ছে। যদিও তৃণমূলের অভিযোগ, করোনার দোহাই দিয়ে অভিষেককে আটকাতেই এই আইনি গেরো তৈরি করেছে বিজেপি সরকার। কারণ, এর আগে গত ১৫ সেপ্টেম্বর তাদের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তখন কারণ হিসাবে দেখানো হয়েছিল আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। ১৭ সেপ্টেম্বর তার পর বিশ্বকর্মা পুজোর কারণ দেখিয়ে বাতিল করা হয় অভিষেকের পদযাত্রা। একের পর এক তারিখ খারিজের পর এল করোনা পরিস্থিতির দোহাই।