Barak UpdatesBreaking News
স্কুলে গিয়ে ছাত্রদের পড়ালেন ডিসি, খোঁজ নিলেন সমস্যারওDC Cachar visited a school and taught the students
২২ নভেম্বর : কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি আজ বাদরিপার মাছপাড়া এলাকার বাদরিপার হিন্দি হাই, এমই ও এলপি স্কুল এবং ৫৬ নম্বর ভগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলা সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার এবং সেবার রিজিওনাল সেক্রেটারি ড. বিদ্যুৎ দেবচৌধুরীকে সঙ্গে নিয়ে জেলাশাসক স্কুলটির শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন।
স্কুলটিতে মোট ২২৮ ছাত্রছাত্রীর বিপরীতে মাত্র ১৬ জন শিক্ষক কর্তব্যে নিয়োজিত রয়েছেন। তিনি কাছাড় জেলায় একটি মাত্র এ ধরনের হিন্দি স্কুলে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় পানীয়জল এবং অন্যান্য ব্যবস্থা, পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। তিনি ক্লাসরুম উন্নয়ন, তফসিলভুক্ত, ওবিসিদের জন্য হোস্টেল ও খেলার মাঠ ইত্যাদি নির্মাণের জন্য প্লেন এস্টিমেট দাখিল করার নির্দেশ দেন। তিনি স্কুলটির রান্নাঘর পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করে ফেরার পথে সড়ক নির্মাণকারী শ্রমিকদের মধ্যে পাঁচগ্রাম নিবাসী হিলাল হুসেন মজুমদার নামে এক শিশু শ্রমিককে উদ্ধার করে সঙ্গে নিয়ে যান।
পরে হাইলাকান্দি জেলা প্রশাসনের মাধ্যমে তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসারের মারফত শিশুটির অভিভাবকের কাছে সমঝে দেবার ব্যবস্থা করেন।
মাদ্দুরি এরপর জেলার বরসাঙ্গনে কালিকাপ্রসাদ রাই হাইস্কুলে যান এবং স্কুলটির প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস নেন তথা তাদের মাধ্যমিক পরীক্ষায় কীভাবে ভালো ফল লাভ করতে পারা যায়, এর পরামর্শ দেন। একইভাবে শিক্ষকদের এ বিষয়ে আরও যত্ন নেবার ওপর গুরুত্ব আরোপ করেন। সেখানে স্কুলটির একটি অসম্পূর্ণ ভবন নির্মাণের বিষয়ে জেলা পরিষদের অমিতাভ রাইয়ের সঙ্গে আলোচনা করেন l
পরে সেখানে কাছাড় জেলা পরিষদ সভাপতি রাইয়ের ভবন হয়ে শালচাপড়া ব্লকের নোনাপানিতে মাদার টেরেজা ইনস্টিটিউট পরিদর্শনে যান এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্কুলটির ভগ্নদশা ও অভাব অভিযোগ সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এরপর মাদ্দুরি জেলার চিবিটাবিচিয়া মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে গিয়ে হাসপাতালটির স্বাস্থ্যকর্মী ও রোগীদের খোঁজখবর নেন।
তিনি চিবিটাবিচিয়া চতুর্থখন্ড হাইস্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও শিক্ষকদের উপস্থিতির খোঁজখবর নেন। তিনি তাপাং এলাকায় থাকা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় হোস্টেল তথা স্কুল পরিদর্শন করে শ্রীকোনা ১১১ নম্বর ইন্দ্রগড় গাঁও পঞ্চায়েত এলাকায় থাকা দিগর শ্রীকোনা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কার্যালয়ে গিয়ে এক সভায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন এবং অভাব অভিযোগ সম্পর্কে অবগত হন। সেখানে ভারপ্রাপ্ত বিডিও সহকারী কমিশনার মারিয়া তানিম সহ জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই এবং পঞ্চায়েত স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।