Barak UpdatesBreaking News

স্বচ্ছতায় গুরুত্ব দিতে চান জেলাশাসক মাদ্দুরি
DC Cachar meets Press, lays stress on ‘Swachhata’

৪ ফেব্রুয়ারিঃ তাঁর পছন্দের জায়গা নারী ও শিশু কল্যাণ। তবে কাছাড় জেলাশাসক হিসেবে এই কিছুদিনের অভিজ্ঞতায় স্বচ্ছতার কথাতেই বিশেষ গুরুত্ব দেন। স্বচ্ছতা বলতেও যে পুর এলাকার জঞ্জাল নিষ্কাশন, তাও স্পষ্ট করে দেন লায়া মাদ্দুরি। জানালেন, এরই মধ্যে তিনি এ নিয়ে পুরসভার সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। জেনে নিয়েছেন জঞ্জাল নিষ্কাশন নিয়ে বর্তমান পদ্ধতি ও ভবিষ্যত পরিকল্পনার কথা। নীহারবাবুর কাছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের কথা শুনে খুশি হয়েছেন।

এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা অবশ্য বীথিকা দেবের আমল থেকে শুরু হয়েছে। দফায় দফায় এ সংক্রান্ত ডিপিআর ও সেমিনারে কম অর্থ ব্যয় হয়নি। সে সব কথা জেনেছেন কিনা তা অবশ্য সোমবারের সাংবাদিক সম্মেলনে বোঝা যায়নি। লায়া মাদ্দুরির কথায়, পুর এলাকার জঞ্জাল নিষ্কাশনে বৈজ্ঞানিক প্রক্রিয়া অবলম্বন জরুরি। বাড়িঘর, দোকানহাট—যেখানে জঞ্জাল তৈরি হচ্ছে, সেখানেই পাত্র নির্দিষ্ট করে দেওয়া উচিত। কোন পাত্রে কী ধরনের বর্জ্য রাখা হবে, এর ব্যবস্থা করা গেলে জঞ্জাল মোটেও ঝঞ্ঝাট হবে না। বরং তা অর্থকরী সম্পদ হয়ে উঠতে পারে।

সোমবার জেলাশাসক মাদ্দুরি সাংবাদিকদের ডেকে কথা বলেন। জানান, বরাক উপত্যকায় এই প্রথম তিনি এসেছেন। অল্প কিছুদিনেই তাঁর মনে হয়েছে, শিলচর সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত উঁচু অবস্থানে। গান-বাজনার বেশ চর্চা হয়। এনজিও-র সংখ্যাও কম নয়। ফলে তাঁর অনুমান, সামাজিক কর্মকান্ডও ঢের হয় এখানে।

ভাষার জন্য দফায় দফায় ১৫জনের আত্মবলিদান এবং এখনও যে এ নিয়ে বিবাদ অব্যাহত রয়েছে, তা জেনে নতুন জেলাশাসক বলেন, ভাষা কোনও সমস্যা হতে পারে না। এ নিয়ে বিবাদ কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, তাঁর কাছে প্রতিটি ভাষাগোষ্ঠীর মানুষ সমান গুরুত্ব পাবেন।

February 4: Though her preferred field is child and women, but she likes to face any challenging task assigned to her. As the Deputy Commissioner of Cachar, she has devoted herself in understanding the issues which needs to be addressed here. The matter which attracted her notice is ‘Swachhata’ (cleanliness). She made it clear that her wish is to make the Municipal area of the town free of unorganised heaps of garbage and achieve for Silchar, the tag of ‘Swachhata.’

Deputy Commissioner, Laya Madduri while interacting with the media laid stress upon scientific methods of garbage management. However, people of Silchar are accustomed with the phrase ‘Solid Waste Management’ since the time of Bithika Dev. It was, however, not clear as to whether L. Madduri has been informed about huge amount of money spent in preparation of DPR and conducting seminars in this regard. She stressed upon converting garbage into productive asset which would also yield great returns.

Apart from this. DC Madduri told the journalists that it is for the first time that she has come to Silchar. She has praised the cultural activities being performed by the people in this valley. She also mentioned that apart from numerous cultural organisations, there are alsomany NGOs in the district. As such,apprehended that there would be a trend of positive social development work environment over here.

Learning about the sacrifices made by 15 persons for language in this valley, DC Madduri said that language should be any major issue or hindrance. It is not expected to have any clash over language. She assured of giving equal value to all linguistic communities.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker