Barak UpdatesSportsBreaking News

DC Cachar inaugurates Taekwondo course at Radhamadhab College
রাধামাধব কলেজে তাইকোয়ান্ডো কোর্সের উদ্বোধন করলেন জেলাশাসক

৭ সেপ্টেম্বর : শনিবার থেকে শিলচরের রাধামাধব কলেজে শুরু হল বিনামূল্যে তাইকোয়ান্ডো কোর্স। এ দিন কলেজের প্রেক্ষাগৃহে এই শিবিরের সূচনা করেন জেলাশাসক লায়া মাদ্দুরি। রাধামাধব কলেজের মহিলা সেলের ব্যবস্থাপনায় এই কোর্সের প্রশিক্ষক হিসেবে রয়েছেন রূপালি দাস।

Rananuj

মূলত কলেজের ছাত্রীদের জন্য এই তাইকোয়ান্ডো কোর্সের উদ্বোধন করে জেলাশাসক লায়া মাদ্দুরি বলেন, আত্মরক্ষার জন্য এই তাইকোয়ান্ডো কোচিং দেওয়া হলেও ছাত্রীদের যদি ব্যবহারিক জীবনে এর প্রয়োগ করতে না হয়, তবেই তিনি বেশি খুশি হবেন। কারণ মেয়েদের সম্পর্কে সমাজের চিন্তাধারা বদলে গিয়ে একটি সুন্দর সমাজ গড়ে উঠলে সব থেকে ভাল।

বর্তমান সমাজ ব্যবস্থার ওপর আলোকপাত করে জেলাশাসক বলেন, আমাদের পরিবারে ছেলে ও মেয়েকে দুভাবে গড়ে তোলা হয়। ছেলে দেরিতে ঘরে ফিরলে তাকে বাবা-মা প্রশ্ন করেন না। কিন্তু মেয়ে দেরি করলে ফিরলে তাকে জবাবদিহি করতে হয়ে। এই বৈষম্য মিটিয়ে ফেলতে হবে। অভিভাবককেই প্রথমে উদ্যোগ নিতে হবে। তাছাড়া একটি ছেলে বা মেয়ে দিনের অনেকটা সময় যেহেতু স্কুলে কাটায়, ফলে এখানে শিক্ষকের দায়বদ্ধতার জায়গাও রয়েছে।

জেলাশাসক এ দিন পরিবেশ সুন্দর করে গড়ে তোলার ওপরও জোর দেন। প্লাসটিক মুক্ত সমাজ গড়ে তোলার কথা বলে তিনি এসআরএলএম প্রকল্পের বিষয়েও উল্লেখ করেছেন। আবর্জনাকে না পুড়িয়ে শুকনো ও ভিজা দুটি পৃথক ভাগে ভাগ করে জমা করার কথা বলেছেন জেলাশাসক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রভাত কুমার সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসির ড. রাহুল শরনিয়া সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

এ দিন অনুষ্ঠানের শুরুতে গাছের চারা দিয়ে জেলাশাসক সহ অন্য অতিথিদের বরণ করা হয়। কলেজ অধ্যক্ষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, কলেজে খুব শীঘ্রই নাটক ও বিতর্কের প্রশিক্ষণও দেওয়া হবে। স্বাগত ভাষণ দেন মহিলা সেলের আহ্বায়ক ড. নবনীতা দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. সোনালি চৌধুরী। প্রশিক্ষক রূপালি দাস তাঁর ছাত্রদের নিয়ে একটি তাইকোয়ান্ডো প্রদর্শনী উপহার দেন।

উল্লেখ্য প্রথম দিনই প্রশিক্ষণে ৬০ জন ছাত্রী নাম নথিভুক্ত করে। অন্যদিকে, কলেজের ছাত্রদের পক্ষ থেকে জেলাশাসককে একটি স্মারকপত্র দিয়ে পানীয়জলের সুবন্দোবস্ত করার দাবি জানানো হয়। জলের জোগান কম থাকায় পুরসভার মাধ্যমে আরও একটি পানীয়জল সংযোগের দাবি ডিসির নজরে নেওয়া হয়। জেলাশাসক এ ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker