Barak UpdatesBreaking News

DC Cachar expresses displeasure over the works of PHE
পিএইচইর কাজে অসন্তুষ্ট জেলাশাসক

৬ ফেব্রুয়ারি : জনস্বাস্থ্য কারিগরি বিভাগ (পিএইচই)-এর কাজে অসন্তোষ প্রকাশ করলেন কাছাড়ের জেলাশাসক বর্ণালি শর্মা৷ তাও আড়ালে-আবডালে নয়৷ একেবারে জেলা উন্নয়ন কমিটি বা ডিডিসির বৈঠকে৷ সকল বিভাগীয় কর্তাদের সামনেই জেলাশাসক অসম্পূর্ণ কাজ মার্চের মধ্যে শেষ করতে কড়া নির্দেশ দেন৷ আরআইডিএফ-এর অধীনে মোট ২ হাজার ৩৯৭টি হ্যালো টিউব কূপ স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল৷ কিন্তু বৈঠকে মাত্র ৫৫ টি কাজের অগ্রগতির রিপোর্ট দেন বিভাগীয় কর্তা৷ জেলাশাসক এতেই উত্তেজিত হয়ে ওঠেন৷

বর্ণালী শর্মার পৌরহিত্যে বৃহস্পতিবার শিলচরে জেলা উন্নয়ন কমিটির এই সভা অনুষ্ঠিত হয় l তাতে বিভিন্ন বিভাগের বিশেষ করে পূর্ত ভবন, সড়ক, কৃষি (আভিযান্ত্রিক ) ও সিআইডিএফ-এর বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় l সভায় জেলার বন বিভাগ সহ বেশ কিছু বিভাগের কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন৷ অনেকে প্রতিনিধি পাঠিয়ে দায় সারেন৷ বর্ণালীদেবী তাতে ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি জানান, বিভাগীয় প্রধানগণকে এ ধরনের সভায় উপস্থিত থাকতে হবে৷ প্রতিনিধি পাঠানো যাবে না৷ অন্যথায় ব্যবস্থা গ্রহণেরও কথা বলেও তিনি সতর্ক করে দেন৷ সভায় পূর্ত ভবনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, আসাম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম নির্মাণের ক্ষেত্রে ৯০ শতাংশ কাজ হয়েছে এবং আনটাইড ফান্ড এর অধীনে নির্মিত এই অডিটোরিয়াম আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে l

এই সভায় জেলাশাসক করোনা ভাইরাস সংক্রান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে জেলা যুগ্ম সঞ্চালকের প্রশংসা করেন৷
সভায় জানানো হয় যে সিআইডিএফ প্রকল্পের অধীনে মঞ্জুরীকৃত অর্থ ২০০ কোটি টাকার মধ্যে শহর এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যে ১৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে l জেলা উপায়ুক্ত করাতিগ্রাম, ডমরিপার এবং বাদরিপারে বরাক নদীর ওপর সেতু নির্মাণের কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন l

তিনি সংশ্লিষ্ট সার্কেল অফিসারদের সেতুগুলির অ্যপ্রোচ নির্মাণের ক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষণের জন্য সমস্ত সংশ্লিষ্ট সার্কেল অফিসারদের দায়িত্ব অর্পণ করেন যাতে সেতুগুলির রাস্তাগুলি শিগগিরই নির্মাণ করা যায় l তিনি পূর্ত সড়ক আঞ্চলিক বিভাগকে স্থল, স্তর, ইত্যাদি নির্ধারণের নির্দেশ দেন এবং অসুবিধা সমূহ আগামী ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতেও নির্দেশ দেন l

এই সভায় অন্যান্যদের মধ্যে ডিডিসি জেসিকা লালসিম, অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সত্তাঅন ও রাজীব রায়, জেলা পরিষদ সিইও দীপশিখা রায়, জেলার বিভিন্ন সার্কেল অফিসার সহ সহকারি কমিশনার অভিলাষ বার্নওয়াল, মারিয়া তানিম, নবনীতা হাজারিকা, কিমনিন চানশন ও পরিকল্পনা আধিকারিক সঙ্গীতা গুপ্ত অংশ নেন l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker