Barak UpdatesBreaking News

দিনভর শ্রমিক আন্দোলন চললেও জট কাটল না রোজকান্দি বাগানের
Day long worker’s agitation but deadlock of Rosekandy garden remains unsolved

২২ জুন : দুপুর থেকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে পর্যন্ত শ্রমিকরা আন্দোলনে অনড় থাকলেও রোজকান্দি বাগান নিয়ে জট খুলল না। অবশ্য এই সময়ের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। শ্রমিকদের অভিযোগ নিয়ে তদন্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু দিনের শেষে বাগানের সামগ্রিক পরিস্থিতি রয়েছে একই জায়গায়।কারণ শেষ মুহূর্তেও শ্রমিক ও মালিক দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেননি।

রোজকান্দি চা বাগানের বর্তমান ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়াকে অপসারণ করার জন্য গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন বাগানের শ্রমিকরা। শনিবারও একই দাবি নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্না প্রদর্শনে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু আগে থেকেই প্রচুর সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করে আন্দোলনকারীদের জেলাশাসকের কার্যালয়ের কাছে ঘেঁষতে দেয়নি প্রশাসন। বেরিকেড দিয়ে আগে থেকেই সবদিক বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিকরা ক্ষুদিরাম মূর্তির সামনেই তাদের আন্দোলন চালিয়ে যান।

এদিকে বিকেলে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসন, মালিক ও শ্রমিক পক্ষ বৈঠকে বসলেও জট কাটেনি। এই বৈঠকেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষ ছাড়াও ইউনিয়নের সদস্যকে রাখা হয়। রোজকান্দি চা বাগানের শ্রমিক আন্দোলনের নেতা বাবুল কুমার এ দিন এই পরিস্থিতির জন্য পুরোপুরি বাগান ম্যানেজারকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, বাগানের শ্রমিকদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন ম্যানেজার। বিভিন্ন সরকারি সুবিধা বাগানে এলেও তা ম্যানেজারের জন্যই শ্রমিকরা পাননি। ফলে ম্যানেজারকে অপসারণ করা না হলে আন্দোলন চলবেই।

বিপরীতে শনিবার রোজকান্দি বাগানের ম্যানেজার সঞ্জয় ভুয়ালকা বলেন, শ্রমিকদের সব সুবিধা অসুবিধাগুলো সমাধানে তিনি ততপর রয়েছেন। তাদের সঙ্গে তিনি এখনও সরাসরি কথা বলতে রাজি। তবে ম্যানেজার অপসারণের দাবি কোনওভাবেই মানা সম্ভব নয়।

জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিক প্রতিনিধি দল ছাড়াও ছিলেন বাগান মালিক সঞ্জয় ভুয়ালকা, ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, আইটিএ সচিব ভাস্কর প্রসাদ চালিহা, আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত সিং, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক জে আর লালসিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker