Barak UpdatesBreaking News

নিলামবাজারের গ্রামে ডাকাত হানা, গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তায় গ্রেফতার ১
Dacoits broke open a house at Nilambazar, housewife displays wit, 1 arrested

১৪ সেপ্টেম্বর : বাড়িতে একা থাকেন মহিলা। সেই সুযোগে সর্বস্ব লুট করে নিতে এসেছিল ডাকাতরা। কিন্ত গৃহকর্ত্রীর বুদ্ধিমত্তা, সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জোরে পালিয়ে বাঁচতে হয়েছে ডাকাত দলকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর আজ সকালে গৃহবধূ জন্না বেগম নিলামবাজার থানায় একটি মামলাও দায়ের করেন। এই সূত্র ধরে পুলিশ কালা মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করে। তাকে শুক্রবার আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে।
ঘটনা নিলামবাজার থানার কেউটকোনা গ্রামের। জন্না বেগমের স্বামী থাকেন মিজোরামে। ফলে বাড়িতে দুটি সন্তানকে নিয়ে একাই থাকেন তিনি। এই একাকীত্বের সুযোগে বৃহস্পতিবার রাত দুটো থেকে তিনটার মধ্যে ৫ জনের একটি ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়।
একটি সূত্রে জানা গেছে, ডাকাতরা বাথরুমের দরজা ভেঙ্গে মহিলার শোবার ঘরে প্রবেশ করে। ঢুকেই জিনিসপত্র সব তছনছ করে লুটপাট শুরু করে দেয় তারা। বাথরুম হয়ে মূল ঘরে আসায় গৃহবধূ বাড়িতে ডাকাত হানার বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিলেন। জন্না বেগম হঠাৎ করে ঘরে আলো জ্বালিয়ে দিতেই দুই ডাকাতকে তিনি চিনতে পেরেছেন। সঙ্গে সঙ্গে দুই ডাকাত ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে মারাত্মক জখম করে। পুনরায় তার দিকে অস্ত্র নিয়ে আক্রমণ করতে গেলে তিনি একটি দা নিয়ে তাদের দিকে তেড়ে যান। এতে ভয় পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
শুক্রবার সকালে জন্না বেগম নিলামবাজার থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। তার মামলার সূত্র ধরেই পুলিশ এরপর তদন্তে নামে। পরে কালা মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।  পুলিশ জানায়, বাজারিছড়ার বাসিন্দা কালা মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে নিলামবাজারের একটি ভাড়া করে থাকত। ধৃত ব্যক্তির কাছ থেকে সূত্র পেয়ে পুলিশ ওই ভাড়া করে অভিযান চালালেও কাউকে পায়নি। পুলিশসূত্রে আরও জানা গেছে, ধৃত কালা মিয়া নিলামবাজার এলাকার বেশ কয়েকটি অপহরণ ও ডাকাতি কাণ্ডের’ সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতের কাছ থেকে পুলিশ বেশ কিছু তথ্য পেলেও তদন্তের স্বার্থে কিছু বলতে চায়নি। এ খবর লেখা পর্যন্ত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

September 14: In an incident of dacoity, 5 persons broke open the door of the bathroom and entered the living room where a lady was sleeping with her two children. The incident occurred at Keutkona village of Nilambazar at around 2 last night. All of them covered their face with black cloth.

Rananuj

Ahi Uddin, the owner of the house stays in Mizoram. His wife Jonna Begum lives alone with her two children in their house at Keutkona. When the dacoits broke the door of the bathroom, Jonna Begum woke up and could sense that someone has broken the door. However, she preferred not to make any noise at first. On entering the bedroom, the dacoits started to loot. It was then that all of a sudden, Jonna lit a light and could see the face of 2 of the dacoits. Surprisingly, she could identify both of them. Within a moment, the two dacoits attacked her with a sharp weapon. She received severe injury on her hand but somehow managed to reach the kitchen. From there, she took a knife used for cutting vegetables and ran after the 2 dacoits who attacked her. At the same time, she also raised a hue and cry.

At this, the two dacoits ran out of the house. Sensing trouble, the other 3 also flew away immediately. Hearing her call the neighbours rushed to her house. By that time, she was profusely bleeding from her hand and was later on taken for treatment in the morning.

Today morning, Jonna Begum lodged a complaint at Nilambazar Police Station. In her complaint she took the name of one Kala Miyan who she had identified. Police immediately set to action and arrested Kala Miyan from his rented house at Nilambazar. During interrogation, Kala Miya told the name of 4 other dacoits of the gang. The others were also staying with Kala Miyan. But the moment they came to know that Kala Miyan has been arrested, they fled away before the police could nab them. He also revealed before the police his links with other crimes. Police are now on the lookout of the 4 other dacoits. Later during the day, Kala Miyan was produced before the court and then put to prison. However, for the sake of investigation, police refused to divulge all details at this moment.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker